× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

স্ত্রীর অধিকার না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা

বাংলারজমিন

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, শনিবার

তাড়াশে বিয়ের দাবিতে  প্রেমিকের বাড়িতে গিয়ে কলেজছাত্রী ৪ দিন অনশনের পর উপায়ান্তর না পেয়ে এবার আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামে। জানা গেছে, বস্তুল গ্রামে দরিদ্র বাবা আব্দুল হামিদের কলেজ পরুয়া মেয়ে হোসনেয়ারা খাতুন (২০) এর  সঙ্গে ছোট পওতা গ্রামের সাবেক ইউপি সদস্য প্রভাবশালী হাসান আলীর ছেলে মাসুদ রানার ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই এক পর্যায়ে বিয়ের প্রলোভনে মাসুদ রানা মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন গত সোমবার গোপনে মাসুদ রানার বিয়ের সংবাদ পেয়ে হোসনেয়ারা তার সঙ্গে যোগাযোগ করলে। মাসুদ রানা তাকে  তার বাড়িতে আসতে বলে উধাও হয়ে যায়। ৪ দিনের লাগাতার অনেশনের পর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনশনরত অবস্থায় মেয়েটিকে তার বাবার জিম্মায় দেন। নিরুপায় হয়ে বৃহস্পতিবার গভীর রাতে মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
বর্তমানে সে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে   চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে হোসনেয়ারার বড় ভাই জেলহক জানান, প্রভাবশালী প্রতারক মাসুদের প্রেমের খপ্পরে পড়ে আমার বোন সব হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা ওই প্রতারকের বিচার চাই। তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ বলেন, মেয়েটি বর্তমানে সুস্থ আছে। তবে চিকিৎসা চলছে। উল্লেখ্য এ বিষয়ে গত ১৪ই আগস্ট ‘তাড়াশে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন’ শিরোনামে মানবজমিন অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর