× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ঈদে জমজমাট ‘পাঁচফোড়ন’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ আগস্ট ২০১৮, শনিবার

নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। এবারো ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টকশোর আঙ্গিকে আলোচনার মাধ্যমে এর উপস্থাপনা সাজানো হয়েছে। ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নে কোরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। আর আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারে গান থাকছে তিনটি।
একটি গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী ও প্রতিক হাসান। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতিক হাসান নিজেই। আর একটি গান গেয়েছেন শিল্পী আকবর। তার গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন রাজেশ। এছাড়াও কোরবানির গরু ও ছাগলকে নিয়ে বিভিন্ন স্থানে চিত্রায়িত একটি ভিন্নধর্মী ব্যঙ্গাত্মক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন একদল নৃত্যশিল্পী। আমরা অনেকেই গরুকে নির্বোধ বলে গালি দেই কিন্তু এবারের পাঁচফোড়নে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বী-আঙ্গারো গ্রামের কাউয়াক নামের একটি বাথানের উপর করা রিপোর্টিংটি দেখলে বোঝা যাবে গরুকে আমরা যতটা নির্বোধ ভাবি গরু বোধহয় ততটা নির্বোধ নয়। এছাড়াও ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় গড়ে উঠা একটি ব্যতিক্রমী খামারের উপর রয়েছে চমৎকার রিপোর্টিং। আরো রয়েছে কোরবানি ঈদ ও অন্যান্য বিষয়ের উপর বেশক’টি নাট্যাংশ। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড এর সৌজন্যে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর