× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘এ বিষয়ে আমার অভিজ্ঞতা কম’

বিনোদন

কামরুজ্জামান মিলু
১৮ আগস্ট ২০১৮, শনিবার

২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। তার অভিনীত প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’। যদিও আজও মুক্তি পায়নি ছবিটি। তার অভিনীত ‘পিতার আসন’ ছবিটি সর্বপ্রথম বড়পর্দায় দর্শকরা দেখেন। এফ আই মানিক পরিচালিত এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি খুব ভালো ব্যবসা করে। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামে নারীদের রূপচর্চা বিষয়ক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে বর্তমানে নিজেকে পরিচিত করে তুলছেন এ চিত্রনায়িকা।
তবে দর্শকদের কাছ থেকে দূরে নেই তিনি। এবারের ঈদেও ছোট পর্দার দর্শকদের জন্য দু’টি কাজ করেছেন। তিনি বলেন, এবারের ঈদে সাজ্জাদ হোসেন দোদুল ভাইয়ের পরিচালনায় ‘মহব্বত ব্যাপারি টু’ এবং এস এ হক অলীক ভাইয়ের ‘একটুস খানি প্রেম’ নাটকে দর্শকরা আমাকে ছোট পর্দায় দেখতে পাবেন। এরমধ্যে ‘একটুস খানি প্রেম’-এ আমার বিপরীতে চিত্রনায়ক রিয়াজ ভাই এবং ‘মহব্বত ব্যাপারি টু’-এ ইরেশ যাকের অভিনয় করেছেন। দোদুল ভাইয়ের পরিচালনায় ‘মহব্বত ব্যাপারি’ নাটকের প্রথম খণ্ডেও গতবার কাজ করেছিলাম। দু’টি কাজ দু’ধরনের। বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকরা আমার এ কাজ দু’টি পছন্দ করবেন। এসব কাজের বাইরে নিপুণ এটিএন বাংলার সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’-এ অতিথি হিসেবে অংশ নিয়েছেন। ঈদের বিশেষ এ অনুষ্ঠানে দর্শক তাকে দেখতে পাবেন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, এটিএন বাংলায় ‘স্টার ক্যানভাস’ এবং আরটিভিতে ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে অতিথি হিসেবে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আশা করি, সবাই পছন্দ করবেন। এদিকে নিপুণ আগের তুলনায় এখন চলচ্চিত্রে খুব কম কাজ করছেন। তিনি বলেন, ভালো গল্পের ছবিতে সবসময়ই কাজ করতে আগ্রহী আমি। বিশেষ করে ভালো চরিত্রে অভিনয় করার ইচ্ছে আছে আমার। ভালো কাস্টিং পেলে না নেই আমার। তেমন পাচ্ছি না বলেই এখন কাজ কম করা হচ্ছে। নিপুণ তার চলচ্চিত্র ক্যারিয়ারে এ পর্যন্ত ‘পিতার আসন’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘আমার প্রাণের স্বামী’, ‘বাবার কসম’, ‘মেয়ে অপহরণ’, ‘বাবার জন্য যুদ্ধ’, ‘বড় ভাই জিন্দাবাদ’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘বড়লোকের জামাই’, ‘কোটি টাকার ফকির’, ‘চাঁদের মতো বউ’, ‘শুভ বিবাহ’, ‘রিটার্ন টিকিট’, ‘অবুঝ বউ’, ‘বড়লোকের দশদিন গরিবের একদিন’, ‘বাপ বড় না শ্বশুর বড়’, ‘আত্মদান’, ‘হঠাৎ সেদিন’, ‘ঢাকার কিং’, ‘একাত্তরের মা জননী’, ‘স্বর্গ থেকে নরক’, ‘কার্তুজ’সহ আরো বেশকিছু ছবিতে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান। তাকে দর্শকরা সবশেষ গত বছর উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করতে দেখেছেন। চলচ্চিত্রের বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছে না। এ প্রসঙ্গে তার অভিমত জানতে চাইলে নিপুণ বলেন, আমি পরিচালকও না প্রযোজকও না। তাই এ বিষয়ে আমার অভিজ্ঞতা কম। আমরা যখন নিয়মিত কাজ করেছি, তখন তো ছবি হিট সুপারহিট হতো। এ সময়ে আমি বেশি কাজ করছি না। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ ব্যবসা প্রতিষ্ঠানটি কেমন যাচ্ছে জানতে চাইলে নিপুণ এক কথায় বলেন, আমি যা করি প্ল্যান করে করি। আমি এই ব্যবসাটা নিয়ে অনেক খুশি এবং সফল। তাই বলতে হয় খুব ভালোভাবেই এটি এগিয়ে চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর