× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বেপরোয়া’ নিয়ে আশাবাদী তারা

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ আগস্ট ২০১৮, শনিবার

চিত্রনায়িকা ববি ও এই প্রজন্মের নায়ক রোশান এবারের ঈদে দর্শকদের জন্য ‘বেপরোয়া’ নামে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। রোশান ও ববি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। রোশান বলেন, এ সিনেমায় দর্শক অ্যাকশন, সুন্দর কিছু গান, ফ্যামিলি ড্রামা সবই খুঁজে পাবেন। আর ঈদে নায়ক হিসেবে নিজের সিনেমা মুক্তির খবরটি সবসময়ই আনন্দের। এ সময় দর্শক আগ্রহ নিয়ে সিনেমা দেখতে হলে যান। আশা করছি ‘বেপরোয়া’ দর্শকদের সেরা পছন্দ হবে ঈদে। ববি বলেন, অনেক ভালো একটি গল্প রয়েছে এ সিনেমায়।
আমি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। এদিকে ছবির পরিচালক রাজা চন্দকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বলছে, কলকাতার এই পরিচালকের সিনেমা মুক্তি হবে অবৈধ। কারণ তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ নেননি। তবে এ প্রসঙ্গে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, পরিচালক সমিতির এই অভিযোগের কোনো ভিত্তি নেই। নিয়ম মেনেই এ সিনেমার কাজ করা হয়েছে। আর এভাবে সিনেমা নির্মাণ করতে এসে প্রযোজকদের বাধা দিলে যেসব প্রযোজক এখন সিনেমা নির্মাণ করছেন তারাও সিনেমা নির্মাণ থেকে সরে দাঁড়াবেন। ঈদে আসছি এবং এ সিনেমাটি নিয়ে আমরা বেশ আশাবাদী। এদিকে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন জানান, কিছু দাপ্তরিক কাজ শেষেই এ সিনেমার অনাপত্তি পত্র দেয়া হবে। এ সিনেমা নিয়ে তেমন কোনো জটিলতা নেই। রোশান-ববি ছাড়াও ‘বেপরোয়া’ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর