× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

রতনের পরিচালনায় ‘তাল তরঙ্গ’তে অপি করিম

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ আগস্ট ২০১৮, শনিবার

বিগত প্রায় দশ বছর যাবৎ অপি করিম বিভিন্ন টিভি চ্যানেলে একক নৃত্যই পরিবেশন করে আসছিলেন। তবে এবার এমন একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন যেখানে তিনি ছাড়া আরো অনেকেরই নাচের পরিবেশনা থাকছে। অপি করিমের নৃত্যগুরু কবিরুল ইসলাম রতনের পরিকল্পনা ও পরিচালনায় আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য ‘তাল তরঙ্গ’ অনুষ্ঠানে অপি নৃত্য পরিবেশন করেছেন। রতন জানান, রবীন্দ্রসংগীত আজি এ বসন্তে, ফাগুন হাওয়ায় হাওয়ায় এবং দখিনে দুয়ার খোলা-এই তিনটি গানের একটি ফিউশন করে তাতে পারফর্ম করেছেন অপি করিম। গত বৃহস্পতিবার অপির পারফরম্যান্স রেকর্ড করা হয়। অপি করিম বলেন, বিগত দশ বছর ধরে আমি সবসময়ই একা পারফর্ম করেছি টিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে। এই ধারাটা আমি ধরে রাখার চেষ্টা করছিলাম। কিন্তু রতন মামার পরিকল্পনা এবং পরিচালনায় এবার আমি আমার এত পছন্দের ছোট ভাই বোনদের সঙ্গে নাচের অনুষ্ঠানের প্রস্তাব পাই যে কোনোভাবেই না করতে পারিনি।
কারণ যারা এই একই নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছে তাদের প্রত্যেককে আমি খুউব পছন্দ করি। অপি করিম ছাড়াও আরো যারা এই অনুষ্ঠানে পারফরম করবেন তারা হচ্ছেন- উপমা, প্রিয়াংকা, মন্দিরা, রণবীর ও শাওন। এছাড়া ‘নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা অপি করিমসহ অন্যদের সঙ্গে পারফরম্যান্সে অংশ নেবেন। ‘তাল তরঙ্গ’ প্রচার হবে আসছে ঈদের পঞ্চম দিন রাত ৯টায় এনটিভিতে। এদিকে এবারের ঈদে অপি করিমকে সাগর জাহান ও আশফাক নিপুণের বিশেষ নাটকে দেখা যাবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর