× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ার চরাঞ্চলে নতুন বিদ্যুৎ

বাংলারজমিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, শনিবার

 পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা প্রত্যন্ত চরাঞ্চলের ৪০০ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন এমপি প্রধান অতিথি থেকে বিদ্যুতের সুইচটিপে এসব নতুন সংযোগের উদ্বোধন করেন। এ লক্ষ্যে চরকাওনা গ্রামে জাঙালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো.আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা মো.আলম মিয়ার সঞ্চালনায় এমপি ছাড়াও এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের জিএম আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও এসময় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আওয়ামী লীগ নেতা মো. আবদুল হাকিম, একরাম হোসেন টিপু, সাহেরা আক্তার সাথী, ললিতা আক্তার বীথি, নাজমুল হক দেওয়ান, মো.রুবেল মিয়া ও মোছা.শাহনাজ আক্তার প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর