× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

খুলনায় শ্রমিক অসন্তোষ / অবরোধসহ চার দিনের কর্মসূচি

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৮ আগস্ট ২০১৮, শনিবার

ঈদের আগে শ্রমিকদের মজুরি ও বোনাসের দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের মধ্যে অসস্তোষ দেখা দিয়েছে। রাজপথ-রেলপথ অবরোধসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক বিলের দিনে মজুরি না দেয়ার কারণে শ্রমিকরা বিক্ষোভ করে। রাত সাড়ে ৯টায় স্ব-স্ব মিলে বিক্ষোভ শেষে কর্মসূচি ঘোষণা করে শ্রমিকরা। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকালে খালিশপুরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল, আগামীকাল রোববার ও সোমবার ৪ ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। অথচ শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এজন্য বাধ্য হয়ে রাজপথ-রেলপথ অবরোধসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর