× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ!

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, শনিবার

চমক সৃষ্টি করে আবারো আলোচনায় লা লিগা। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে তিন মৌসুমের জন্য একটি সম্প্রচার স্বত্বের চুক্তি করে তারা। এতে বাংলাদেশসহ উপমহাদেশের ৮ দেশের ফুটবলপ্রেমীদের টিভি চ্যানেলের পরিবর্তে লা লিগার ম্যাচ দেখতে হবে ফেসবুকে। এবার লা লিগার ইতিহাসে প্রথমবার স্পেনের বাইরে ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। প্রাক-মৌসুমের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ (আইসিসি) আয়োজক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রিলেভেন্ট গ্রুপের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে লা লিগা। এখন থেকে নাকি অন্তত একটি করে লা লিগার ম্যাচ আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে স্প্যানিশ ফুটবলারদের এসোসিয়েশন (এএফই)। স্পেনের বাইরে ম্যাচ খেলার পক্ষপাতি নয় সংস্থাটি।
লা লিগার ব্যাপ্তি বাড়ানো ও যুক্তরাষ্ট্রে ফুটবল আরও জনপ্রিয় করতে এ চুক্তি করা হয়েছে। কত টাকার বিনিময়ে চুক্তিটি হয়েছে তা প্রকাশ করা হয়নি। এক বিবৃতিতে এএফই জানায়, ‘লা লিগা ও রিলেভেন্টের মধ্যে চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রে একটি অফিসিয়াল ম্যাচ খেলার যে সিদ্ধান্ত হয়েছে এএফই তা সমর্থন করে না। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই এমন চুক্তি করেছে লা লিগা। এতে শুধু তারাই লাভবান হবে। খেলোয়াড়দের স্বাস্থ্য কিংবা ঝুঁকির কথা ভাবা হয়নি।

এটি ক্লাবগুলোর ভক্তদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর