× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে থাকবে কঠোর নিরাপত্তা

খেলা

নীলফামারী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, শনিবার

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচ সফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ২৯ আগস্ট নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সভায় দুই দলের খেলোয়াড়দের নিরাপত্তা, থাকা-খাওয়াসহ, মাঠ ও গ্যালারির নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে গ্যালারিতে পানির বোতল ও ব্যাগ নিয়ে দর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার বিষয়েও সভায় নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এ ম্যাচকে ঘিরে শেখ কামাল স্টেডিয়ামসহ গোটা শহর বর্ণিল সাজে সাজানোর ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। অপরদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে এ আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর