× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

৩৮ বছরের রেকর্ডে অ্যান্ডারসন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, শনিবার

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে একাই ৯ উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন। এমন পারফরম্যান্সের পর প্রথমবারের মতো বোলিং র‌্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট স্পর্শ করলেন ডানহাতি এই ইংলিশ পেসার। এতে ৩৮ বছরের পুরনো রেকর্ডে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের কোনো বোলার সর্বশেষ ৯০০ রেটিং পয়েন্ট পার করেছিলেন ১৯৮০ সালে। ইয়ান বোথাম দেখিয়েছিলেন এই কীর্তি। ভারতের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টের পর তার রেটিং পয়েন্ট এখন ৯০৩। ৯০০ রেটিং পয়েন্ট ছাড়ানো ইংল্যান্ডের সপ্তম বোলার অ্যান্ডারসন। তার আগে দেশের হয়ে এই কৃতিত্ব দেখান সিডনি বার্নস (৯৩২), জর্জ লম্যান (৯৩১), টনি লক (৯১২), ইয়ান বোথাম (৯১১), ডেরেক আন্ডারউড (৯০৭) এবং অ্যালেক বেডসার (৯০৩)।
সর্বশেষ ম্যাচে লর্ডসে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন। টেস্টে ভারত-ইংল্যান্ড দ্বৈরথেও তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। ভারতের বিপক্ষে তার উইকেট শিকার ১৪০। এই দুই দলের দ্বৈরথে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এর পরের স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। তিনি উইকেট নেন ১২০টি। গত বছর ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেয়ার রেকর্ডও গড়েন অ্যান্ডারসন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৪০ টেস্টে ৫৫৩ উইকেটের কৃতিত্ব রয়েছে ৩৬ বছর বয়সী এই পেসারের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর