× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রোনালদোর অভিষেক দিয়ে শুরু হচ্ছে সিরি আ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, শনিবার

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর পেশাদার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ জুভেন্টাসের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হচ্ছে পর্তুগিজ সুপারস্টারের। কিয়েভোর মাঠে জুভেন্টাসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে সিরি আ’র নতুন মৌসুমের। বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে। রাত সাড়ে ১২টায় গত মৌসুমের দ্বিতীয় স্থানধারী নাপোলিকে আতিথ্য দেবে ল্যাজিও। আসরে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। বিশ্বকাপ মিশন শেষে গত মাসে ৯ বছরের রিয়াল অধ্যায়ের ইতি টেনে তুরিনে পাড়ি জমান ৩৩ বছর বয়সী রোনালদো। মৌসুম শুরুর আগে ক্লাবের ‘বি’ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জুভেন্টাসের জার্সিতে প্রথমবার মাঠে নামেন সিআর সেভেন।
দর্শক মাঠে নেমে পড়ায় ৭২ মিনিটে শেষ হওয়া ম্যাচে ৫-০ ব্যবধানের জয়ে গোলের সূচনা করেন রোনালদো। এবার ১৭ বছর পর গোলরক্ষক জিয়ানলুইজি বুফনহীন সিরি আ দেখবে ফুটবলপ্রেমীরা। গত মৌসুম শেষে জুভেন্টাস অধ্যায়ের ইতি টানেন এই ইতালিয়ান কিংবদন্তি। ক্যারিয়ারের শেষভাগে এসে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন ৪০ বছর বয়সী বুফন। রোনালদোর আগমনে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনকে এসি মিলানে ধারের চুক্তিতে পাঠায় জুভেন্টাস। রিয়ালের পর রোনালদোর সঙ্গে আবারো জুটি গড়া হলো না হিগুয়েনের। গত মৌসুমে ১৩ নম্বরে থাকা কিয়েভোর বিপক্ষে দুই ম্যাচেই জয় পায় জুভেন্টাস। আগামী রোববার প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে। গত মঙ্গলবার জেনোয়ার ‘পন্তে মরান্দি ব্রিজ’ খ্যাত সেতুর একাংশ ধসে পড়ার মর্মান্তিক ঘটনার জেরে জেনোয়া ও ওই শহরের আরেক ক্লাব সাম্পদোরিয়ার প্রথম ম্যাচ স্থগিত করা হয়েছে। ওই ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হন। জেনোয়ার ম্যাচ ছিল এসি মিলানের বিপক্ষে আর ফিওরেন্তিনার বিপক্ষে নামার কথা ছিল সাম্পদোরিয়ার। পরিবর্তিত সূচি এখনো প্রকাশ করেনি সিরি আ কর্তৃপক্ষ। রোববার তুরিনোর মাঠে নামবে তৃতীয় স্থান নিয়ে গত মৌসুম শেষ করা রোমা। শিরোপার আরেক দাবিদার ইন্টার মিলানকে আতিথ্য দেবে সাসুওলো।
দলবদলে শেষের চমক মারকিসিও
গতকাল ছিল ইতালিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের শেষদিন। আর চমক দিয়েই শেষ হলো ইতালি লীগের এবারের দলবদল। শেষদিনের চমক জুভেন্টাসের সঙ্গে ক্লদিও মারকিসিওর ২৫ বছরের সম্পর্কের ইতি টানা। পারস্পরিক সমঝোতায় শৈশবের ক্লাব ছাড়েন ৩২ বছর বয়সী এই ইতালিয়ান মিডফিল্ডার। ১৯৯৩ সাল থেকে জুভেন্টাসের একাডেমিতে বেড়ে ওঠা মারকিসিওর পেশাদার ফুটবলে অভিষেক হয় ২০০৫ সালে। এবারের ট্রান্সফার উইন্ডোতে সেরা চমক রোনালদো। এছাড়া হিগুয়েন এসি মিলানে যাওয়ার বিপরীতে মিলানে এক মৌসুম কাটিয়ে জুভেন্টাসে ফেরেন ইতালির অভিজ্ঞ সেন্টারব্যাক লিওনার্দো বোনুচ্চি। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরেকে দলে ভেড়ায় রোমা। রোমা ছেড়ে ইন্টার মিলানে যোগ দিয়েছেন ডাচ্‌ মিডফিল্ডার রাদিয়া নাইনগোলান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর