× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

ইউরোপায় ইতিহাস গড়া প্রত্যাবর্তন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, শনিবার

ফুটবল মাঠে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখালো সেইন্ট জেনিত পিটার্সবার্গ। ইউরোপা লিগ বাছাইপর্বে তৃতীয় রাউন্ডের প্রথম লেগে ডায়নামো মিনস্কের কাছে ৪-০ গোলে হেরেছিল রুশ দলটি। তবে বৃহস্পতিবার ফিরতি লেগে ইতিহাস গড়া নৈপুণ্যে মিনস্ককে ৮-১ গোলে উড়িয়ে প্লে অফ পর্বের টিকিট কাটে জেনিত। ইউরোপা লীগ সংস্করণ চালুর পর কোনো দলের এমন প্রত্যাবর্তন কখনো দেখা যায়নি। বেলারুশের দল মিনস্কের বিপক্ষে ঘরের মাঠেও বিপদে পড়েছিল জেনিত। ম্যাচের ৭২তম মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ক্লাবটির আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেজ। এ সময় জেনিত এগিয়ে ছিল ২-০ গোলে। নির্ধারিত সময়ের ১৮ মিনিট বাকি রেখে জেনিত তখনো দুই গোল ব্যবধানে পিছিয়ে।
কিন্তু অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পটার শুরু ঠিক এখান থেকেই। ৭৫ থেকে ৭৮-এই চার মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান রাশিয়া বিশ্বকাপে দেশের হয়ে দারুণ নৈপুণ্য দেখানো স্ট্রাইকার আরতেম জিউবা। তবে রুশ রোমাঞ্চের তখনও বাকি ছিল। ম্যাচের ৯৯ মিনিটে মূল্যবান ‘অ্যাওয়ে’ গোল করে ডায়নামো মিনস্ককে এগিয়ে দেন সেইদু ইয়াহায়া। দুই লেগ মিলিয়ে মিনস্ক তখন ৫-৪ গোলে এগিয়ে। এবং সফরকারীরা লিড ধরে রাখে ১০৯তম মিনিট পর্যন্ত। অর্থাৎ পরের রাউন্ডে যেতে হলে ম্যাচের বাকি ১১ মিনিটে কমপক্ষে আরো দুই গোল চাই জেনিতের।
১০৯তম মিনিটে গোল আদায় করেন জেনিতের আর্জেন্টাইন তারকা দ্রিউসি। ৬ মিনিট পরই পেনাল্টি থেকে স্বাগতিকদের কাঙ্ক্ষিত গোলটি এনে দিয়ে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন জিউবা। পরে ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে আরো দুই গোল পায় রুশ দলটি। ইউরোপা লীগ সংস্করণ চালুর পর প্রথম লেগে চার গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর এটি প্রথম নজির। তবে টুর্নামেন্টের নাম উয়েফা কাপ থাকাকালে ১৯৮৫ সালে চার গোলের ব্যবধান ঘুচিয়ে শেষে জয় দেখেছিল রিয়াল মাদ্রিদ। সেবার জার্মান দল বরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে প্রথম লেগে ৫-১ গোলে হেরেছিল রিয়াল। ফিরতি লেগে এই ব্যবধান ঘুচিয়ে স্প্যানিশ ক্লাবটি শেষ ষোলোয় উঠেছিল ‘অ্যাওয়ে গোল’ সুবিধা নিয়ে। ইউরোপা লীগ বাছাইয়ের প্লে অফ পর্বে নরওয়েজিয়ান দল মোলদের মুখোমুখি হবে জেনিত। মোলদে দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওলে গানার সোলস্কিয়ের । ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বশেষ এমন প্রত্যাবর্তন দেখিয়েছিল এফসি বার্সেলোনা। ২০১৬-১৭’র ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজ মাঠে বার্সেলোনার বিপক্ষে পরিষ্কার ৪-০ গোলে জয় দেখে প্যারিস সেইন্ট জার্মেই। তবে ফিরতি লেগে ৬-১ গোলে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে বার্সেলোনাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর