× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিক্সিংয়ের দায়ে ১০ বছর নিষিদ্ধ জামশেদ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, শনিবার

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ১০ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ। ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ম্যাচ পাতানোর দায়ে এই নিষেধাজ্ঞা পেলেন তিনি। ওই মৌসুমে ম্যাচ গড়াপেটার দায়ে অভিযুক্ত হয়েছিলেন জামশেদসহ বেশ কয়েকজন ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম শাহজাইব হাসানকে গত শুক্রবার ৪ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। ঠিক এক সপ্তাহ পর এই শাস্তি পেলেন জামশেদ। চলতি বছরের এপ্রিলে নিজের উপরে আসা সকল অভিযোগ অস্বীকার করেছিলেন জামশেদ। ফলে বাধ্য হয়েই পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একটি তিন সদস্যের অ্যান্টি করাপশন ট্রাইব্যুনাল গঠন করেন। যেখানে ছিলেন সাবেক তিন ক্রিকেটার ফজলে মিরান চৌহান, শাহজাইব মাকসুদ ও আকিব জাভেদ।
এই ট্রাইব্যুনালের রায়েই ১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন জামশেদ। শাহজাইব ও জামশেদ ছাড়াও একই ঘটনায় বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা ভোগ করছেন শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ। ২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাসির জামেশেদের। এরপর পাকিস্তান জাতীয় দলের হয়ে ৪৮ ওয়ানডেতে ১৪১৮ ও ১৮ টি-টোয়েন্টি ম্যাচে করেন ৩৬৩ রান। এছাড়া ২ টেস্টে ৫১ রান করেন জামশেদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর