× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

মওদুদ আহমদকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৮ আগস্ট ২০১৮, শনিবার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ তার বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করা পাওয়া গেছে। এসময় তার বাড়ি থেকে ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) থেকে আমাদের নেতা মওদুদ আহমদ তাঁর নিজ বাড়িতে অবরুদ্ধ। তিনি আমাকে জানিয়েছেন, পুলিশ তাকে বের হতে দেবে না।’ এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে জেলা বিএনপির সভাপতি বলেন, তিনি দেশের একটি প্রাচীন দলের সাধারণ সম্পাদক হয়েছে এটি আমাদেরও নোয়াখালীবাসীর জন্য গর্বের বিষয়। কিন্তু তার নির্বাচনী এলাকা যেখানে আমরা দীর্ঘদিন রাজনৈতিক সহঅবস্থানের সংস্কৃতি সৃষ্টি করেছি সেখানে মওদুদ আহমদের মতো একজন সিনিয়র সিটিজেনকে অবরুদ্ধ করে রাখা হলো। এটা কোন গণতন্ত্রের নমুনা, কিসের আলামত? বাড়িতে মওদুদ আহমদের সাথে দলীয় নেতা কর্মীদেরকে দেখা করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এ সময় জানানো হয়, শুক্রবার মওদুদ আহমদের বাড়ি থেকে বিএনপির ৫ জন কর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন- চর এলাহী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল ওহাব রাজা (৪৫), গাংচিলের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক একরামুল হক খোকন (৫৫), যুবদল নেতা খায়রুল আলম সেলিম (৪০), আবুল কাশেম (৩৫) ও ওমর ফারুক (৩০)। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মওদুদ আহমদকে অবরুদ্ধ করে রাখা ও নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানানো হয়।
মওদুদের বক্তব্যের প্রতিবাদ কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের
এদিকে কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ। গতকাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান দলটির নেতারা। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে মওদুদ আহমদের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, দুঃখজনক হলেও সত্য আমাদের নেতা ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী তথা কোম্পানীগঞ্জে হাজার কোটির টাকার মেগা প্রজেক্ট করছেন। কোটা সংস্কার পদ্ধতি নিয়ে ও কোমলমতি শিক্ষার্থীদের জড়িয়ে যে কথাগুলো বলেছেন এটি আদৌ সত্য নয়, এটি একটি গুজব। মওদুদ সাহেব দীর্ঘদিন সরকারের উপরাষ্ট্রপতি ও শিল্প, আইন, যোগাযোগ ও প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন। তিনিতো এরকম একটি মেগা প্রকল্প দেখাতে পারেননি। তার শাসন আমলে ৫০ কোটি টাকার উন্নয়ন করতে পারেননি। তিনি বাড়িতে আসলে তার উপস্থিতিতে তাদের দলীয় নেতাকর্মীরা প্রতিনিয়ত মারামারি করে। এ কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব মনে করেন, মওদুদ সাহেবের গায়ে আঘাত লাগতে পারে। এজন্য আমাদের মন্ত্রী উনার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রেখেছেন। সেতুমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে মওদুদ আহমদের বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ নেতারা বলেন, তিনি এমন কাজ করেননি, যার কারণে তিনি পদত্যাগ করতে হবে। তিনি সফল মন্ত্রী, তিনি সফল একজন সাধারণ সম্পাদক, তিনি রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ফিটনেস ও লাইসেন্স চেক করেন। এ জন্য উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মওদুদ আহমদের বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর