× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন শপিংয়ের বাক্স খুলতেই বেরিয়ে এল কুমিরছানা!

রকমারি


১৮ আগস্ট ২০১৮, শনিবার

অনলাইনে অর্ডার করেছিলেন কিছু হেল্থ কেয়ার প্রডাক্টস, আর হাতে পেলেন মৃত কুমির ছানা!

ঘটনাটি চিনের ঝেজিয়াং প্রদেশের সুইচাং শহরের। ঝ্যাং নামের এক মহিলা অনলাইনে কিছু হেল্থ কেয়ার প্রডাক্টস অর্ডার করেছিলেন। সঙ্গে অর্ডার করেছিলেন কিছু সাপ্লিমেন্টস। সেই মতো চারটি বাক্স এসে পোঁছয় তাঁর কাছে। তিনটে বাক্স এক্কেবারে ঠিকঠাক ছিল। কিন্তু সন্দেহ হয় চতুর্থ বাক্স নিয়ে। বাক্সের মুখ একটু খুলতেই দুর্গন্ধ বেরতে থাকে। বাক্স খুলতেই ঝ্যাং দেখতে পান মৃত টিকটিকি আর কুমিরছানা।

তড়িঘড়ি পুলিশের কাছে ছোটেন ঝ্যাং আর তাঁর স্বামী।
তদন্তে পুলিশ জানতে পারে, কোনও এক সরীসৃপ প্রজনন কেন্দ্রের সিয়ামিজ প্রজাতির কুমির এইগুলি। কুমিরগুলির গায়ে কিউআর কোডও ট্যাগ করা ছিল। আর এই কোডের মাধ্যমেই পুলিশ ওই কুমিরগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য পেয়ে যান।

আসলে কুরিয়ার কোম্পানিটিই ভুল করে ওই সরীসৃপগুলি ঝ্যাংয়ের ঠিকানায় পাঠিয়েছিল। প্যাক করার সময়ে জীবিত ছিল সরীসৃপ দু’টি। পরে দীর্ঘ দিন প্যাকেটের মধ্যে থাকার কারণেই মৃত্যু হয় প্রাণীগুলির।

চিনে সিয়ামিজ প্রজাতির কুমিরের চাহিদা প্রবল। কারণ, এই প্রজাতির কুমিরের চামড়া দিয়ে নানান জিনিসপত্র তৈরি হয়।

অনলাইন শপিং নিয়ে বিড়ম্বনা অবশ্য নতুন নয়। কখনও গ্যাজেটের জায়গায় চলে এসছে সাবান আর ইট। কখনও আবার জামা কাপড়ের সাইজ নিয়ে সমস্যা। তবে ঝ্যাংয়ের সঙ্গে যা হল, তা দেখে চক্ষু চড়কগাছ হওয়া স্বাভাবিক।

সুত্রঃ- আনন্দবাজার পত্রিকা
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর