× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নিখোঁজের ১১ দিন পর ট্রাক ও রড উদ্ধার : আটক ৪

বাংলারজমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, রবিবার

১৩ টন রড বোঝাই ট্রাক নিখোঁজের ১১ দিন পর রড ও ট্রাক উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালক ও ক্রেতা মিলে চার জনকে আটক করেছে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।
আটকরা হলোÑ ট্রাকচালক সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাইকরতলী গ্রামের আজমত আলীর ছেলে আবুল কালাম, চালকের সহকারী বগুড়ার ধুনটের পাকুরীহাট গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. আলমাছ, চোরাই রডের ক্রেতা কাজিপুর উপজেলার দক্ষিণ পাইকপাড়ার আপফত আলীর ছেলে আলিমুদ্দি ও তার ছেলে আবুল কালাম আজাদ।
ডিবি’র ওসি মোজাহারুল ইসলাম জানান, ৭ই আগস্ট চট্টগ্রামের সীতাকু-ে অবস্থিত আবুল খায়ের গ্রুপের একেএস স্টিল মিল থেকে রড বোঝাই ট্রাকটি বগুড়ার ডিপোতে যাওয়ার সময় নিখোঁজ হয় এবং ট্রাকেরচালক মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এরপর ১৩ই আগস্ট একেএস স্টিল মিলের পক্ষ থেকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের কাছে অভিযোগ করা হয়।
অভিযোগ পেয়ে বিভিন্নস্থানে অভিযান চালানোর একপর্যায়ে গতকাল দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে অবস্থিত মেসার্স জমজম মেশিনারিজ এবং আটক আলিমুদ্দি’র বাড়ির সামনে থেকে চোরাই ১৩ টন রড উদ্ধার করা হয়। এ সময় জমজম মেশিনারিজের মালিক আব্দুল মান্নান পালিয়ে গেলেও আলিমুদ্দি ও তার ছেলে আবুল কালাম আজাদকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে বিকালে ট্রাকেরচালক আবুল কালাম ও চালকের সহকারী আলমাছকে আটক এবং ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর