× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাবৃত্তি পেলেন ১৪ জাবি শিক্ষার্থী

বাংলারজমিন

জাবি প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, রবিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ১৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইন দ্য ইউনাইটেড কিংডম (জুয়াক)’ এ শিক্ষাবৃত্তি দেয়।
গতকাল দর্শন বিভাগের একটি কক্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির ১২ হাজার করে টাকার এককালীন চেক তুলে দেন জুয়াক স্টাইপেন্ড ফান্ড বাংলাদেশ শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এসময় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের আর্থিকভাবে অস্বচ্ছল কিন্তু মার্জিত, দায়িত্বশীল, নিয়মিত ও সন্তোষজনক ফলাফলধারী স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস এটি। আমাদের এ ধারাবাহিকতা বজায় থাকবে। আগামী বছর থেকে এর পরিসর বাড়ানোর চেষ্টা করা হবে।
এসময় সংগঠনের সদস্য বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ফরহাদ হোসেন, ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৭শে ফেব্রুয়ারি যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করে। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে সংগঠনটি যাত্রা শুরু করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর