× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন /‘অবৈধ দখলদাররাই পায় সরকারি জমি ইজারা’

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, রবিবার

সরকারি সম্পত্তি, অর্পিত সম্পত্তি। এসব জমি লিজ নেয়ার ক্ষেত্রে প্রথম শর্তই হচ্ছে দখল। আবদুল হালিম এই জমির দখলে কখনই ছিল না। সে লিজের শর্ত ভঙ্গ করেছে। এ জন্য বিগত তিন বছর ধরে এ জমির বন্দোবস্ত নবায়ন বন্ধ রয়েছে। গতকাল দুপুরে স্থানীয় শ্রীমঙ্গল প্রেস ক্লাবে শহরের সাগরদীঘি সড়কে ১৬ শতক ভিপি বন্দোবস্ত সরকারি জমির ইজারা নিয়ে লিজ আবেদনকারী আবু বক্কর সিদ্দিক মোহনের পক্ষে তার মামা জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন এ দাবি করেন।
মশিউর রহমান রিপন তার লিখিত বক্তব্যে শিরীন আক্তার কর্তৃক তার বিরুদ্ধে আনীত অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আবদুল হান্নান ২০০৬ সালে ওই জমি লিজ নিয়ে আবার সরকারের নিকট সারেন্ডার করেন। পরবর্তীতে ওই জমি আবু বক্কর সিদ্দিক মোহন ও তার পিতা আবদুল হান্নানের অবর্তমানে আবদুল হালিম লিজ নেন।
শর্ত ভঙ্গ করায় গত তিন বছর যাবত ওই জমি আর আবদুল হালিমের নামে লিজ নবায়ন হয়নি।’ বর্তমানে আবু বক্কর সিদ্দিক মোহন ওই জমির ১৬ শতক ভূমি লিজ প্রাপ্তির জন্য জেলাপ্রশাসনে আবেদন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মশিউর রহমান রিপন বলেন, ‘আবদুল হালিম সরকারি রেকর্ড মূলে ওই জমির ইজারাদার ছিলেন। তিনি সরকারের বৈধ ইজারাদার। সে কারণে তিনি সরকারের সব শর্ত ও আইন মানতে বাধ্য। আর আমরা হচ্ছি এই ভূমির দখলদার। দখলদার বলতে, আমরা অনুমতিহীন অবৈধ দখলদার’। তিনি দাবি করেন, অবৈধ দখলদাররাই কিন্তু সরকারি জমি ইজারা পায়। কারণ হিসেবে তিনি বলেন- জেলা প্রশাসনে লিজ আবেদনে প্রথমেই লিখতে হয় এই জমি আমার ভোগ দখলে আছে’।
বর্তমানে বৈধ লিজ গ্রহীতা আব্দুল হালিম জানান, ‘২০০৬ সাল থেকে ওই জমির বৈধ লিজার ছিলেন তার মামা প্রবাসী আবদুল হান্নান। পরবর্তীতে তিনি ২০১১ সাল থেকে সরকারের সব শর্ত মেনে নিয়েই ওই জমির ভোগ দখলে আছেন। বর্তমানে ওই জমির লিজ নবায়নের কাজ জেলা প্রশাসনে প্রক্রিয়াধীন আছে’।
জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশেকুল হক বলেন, সাগরদীঘি সড়কে ৬৭নং জেএলস্থিত রুপসপুর মৌজার এসএ ১২০৪নং দাগে ০.১৬ একর ভূমি ভিপি‘ক’ তপশীলের ভূমি। এই জমির বৈধ লিজার আবুল হালিম। লিজ নবায়নের জন্য জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে তদন্ত করে উক্ত ভূমিতে ১৩টি দোকান কোঠা ভাড়াটিয়ার মাধ্যমে আব্দুল হালিমের দখলে পাওয়া যায়। তাই ১৪২৫ বাংলার জন্য লিজমানি ৮৩,৬৪০ টাকা আদায়সহ আব্দুল হালিমের নামে লিজ নবায়নের জন্য চলতি বছরের গত ৮ মার্চ জেলা প্রশাসনে সুপারিশ করে জেলা প্রশাসনে প্রতিবেদন প্রেরণ করা হয়। যাহা প্রক্রিয়াধীন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর