× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কারাগারে পিতাকে দেখা হলো না ভাইবোনের

বাংলারজমিন

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
১৯ আগস্ট ২০১৮, রবিবার

নোয়াখালীতে কারাগারে বাবাকে দেখতে যাওয়ার পথে পিকআপ চাপায় দুই শিশু প্রাণ হারিয়েছে। গতকাল বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে চৌমুহনী-মাইজদী সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতদের আরো এক ভাই এবং মাসহ চার জন গুরুতর আহত হয়। নিহতরা হলো- বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকার ওহিদুর রহমান সুমনের  ছেলে নাজিদ (১০) ও মেয়ে নাজিবা (৩)। এ সময় নিহতদের অপর ভাই নাহিদ (১১), তাদের মা নাজমা বেগম (৩২), অটোরিকশা চালক ইসমাইল হোসেন (৩০) ও অপর এক যাত্রী আহত হয়। এরমধ্যে নাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা মানবজমিনকে জানান, দুপুর ২টার দিকে নাজমা বেগম তার তিন শিশু সন্তান নাজিদ, নাহিদ ও নাজিবাকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে মাইজদীতে জেলা কারাগারে স্বামীকে দেখতে যাচ্ছিলেন।
পথে চৌমুহনী-মাইজদী সড়কের অনন্তপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা নাজিদ ঘটনাস্থলে মারা যায়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাজিবাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করে পুলিশ। চালক পালিয়ে গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর