× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২০

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) আগস্ট ১৯, ২০১৮, রবিবার, ৯:২৯ পূর্বাহ্ন

ভারতের কেরালা প্রদেশে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২০ জনে পৌঁছেছে। এখনো সেখানে কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। তীব্র বন্যায় বেশ কিছু জায়গায় ভূমিধস হয়েছে। তীব্র বর্ষণে ভেসে গেছে শত শত গ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বন্যা এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে আরো বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তীব্র ঝড়ো বাতাসও অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে। দুর্গতদের উদ্ধারে স্থানীয় জেলে ও সেনা সদস্যরা যৌথ তৎপরতা চালাচ্ছেন। হেলিকপ্টারে করে আটকে পড়াদের সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ান বলেন, প্রদেশটি ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখে পড়েছে। এখন পর্যন্ত বন্যায় ৩২৪ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে দুর্গতদের দেখতে কেরালা সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার প্রধানমন্ত্রী উপর থেকে বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর