× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

গোল করলে জার্সি সংগ্রহে রাখেন আগুয়েরো

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, রবিবার

সার্জিও আগুয়েরো ক্লাব ফুটবলে খেলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে। ২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বাধিক গোলের মালিকও সার্জিও আগুয়েরো। ক্লাবটির হয়ে তার গোল সংখ্যা ২০১টি। তার ক্যারিয়ারের প্রত্যেকটি গোলকে সমান গুরুত্ব দিয়ে দেখেন তিনি। ম্যানচেস্টার সিটি ক্লাব নিয়ে আমাজনের তৈরি করা একটি ডকুমেন্টারিতে এসব বলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। শুক্রবার ‘ম্যানচেস্টার সিটি অল অর নাথিং’ শিরোনামের ডকুমেন্টারিটি প্রকাশ করা হয়েছে। এই ডকুমেন্টারিতে সার্জিও আগুয়েরো তার সব কালেকশন দেখিয়েছেন।
কালেকশনে তার হ্যাটট্রিক করা ম্যাচের বলগুলো রেখে দিয়েছেন। তাছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে তিনি যতগুলো ম্যাচে গোল করেছেন সব ম্যাচের জার্সিও সংগ্রহ করে রেখেছেন। তিনি ম্যাচের তারিখ, নাম, কততম মিনিটে গোল করেছেন তাও লিখে রেখেছেন। ডকুমেন্টারিতে দেয়া এক সাক্ষাৎকারে আগুয়েরো বলেন, আমার ছেলে বেনজামিন তার মায়ের সঙ্গে আর্জেন্টিনায় থাকে। বেশির ভাগ সময় আমি একা থাকি। আর আমি আমার একাকিত্ব সময়ে এগুলো দেখে স্মৃতিচারণ করে সময় কাটাই। তবে, ম্যানচেস্টারে সার্জিও আগুয়েরোর একজন ভালো বন্ধু আছে। তিনি হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গেয়া। তার প্রসঙ্গে সার্জিও আগুয়েরো বলেন, আমি অবসর পেলে ডি গেয়ার সঙ্গে ঘুরতে বের হই। আমরা অ্যাটলেটিকো মাদ্রিদে একসঙ্গে খেলতাম। তখন থেকে আমাদের মাঝে ভালো সম্পর্ক। কিন্তু সে খেলে ইউনাইটেডে। আর আমি খেলি সিটিতে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর