× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার , ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শওয়াল ১৪৪৫ হিঃ

উইজডেনের বর্ষসেরা তরুণ ক্রিকেটার রাবাদা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, রবিবার

উইজডেনের তরুণ বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ছেলেদের ক্রিকেটে ২৩ বা তার কম বয়সী ক্রিকেটারদের মধ্যে রাবাদাকে সেরা হিসেবে বেছে নেয়া হয়।  উইজডেনের বর্ষসেরার শীর্ষ দশে রাবাদা ছাড়াও স্থান পেয়েছেন আরো দুই দক্ষিণ আফ্রিকান- ৩ নম্বরে ব্যাটসম্যান এইডেন মার্করাম, ৯ নম্বরে পেসার লুঙ্গি এনগিডি। সেরা দশের বাকিরা হলেন- রশিদ খান (২), বাবর আজম (৪), ঋষভ পান্ত (৫), রিশভ পন্থ (৬), কুশল মেন্ডিস (৭), ম্যাট রেনশ, (৮) এবং শাদাব খান (১০)। বিশ্বজুড়ে কর্মরত উইজডেনের ক্রিকেট প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বর্ষসেরার এই তালিকা তৈরি হয়। উইজডেনের নির্বাচিত ২০১৮ সালের ‘গোল্ডেন গার্ল’ তথা ২৩ বা তার কম বয়সী বর্ষসেরা নারী ক্রিকেটারের নাম আগামী মাসে প্রকাশ করা হবে। ২০১৫ সালে অভিষেক হওয়ার পর মাত্র ৩২ টেস্টে ১৫১ উইকেট নেন রাবাদা। বর্তমানে আইসিসি’র টেস্ট বোলিংয়ের র?্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার। চলতি বছরের শুরুতে আইসিসির টেস্ট বোলিং র?্যাঙ্কিংয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে শীর্ষস্থান দখল করেন তিনি।
তাছাড়া ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকে ছাড়িয়ে সবচেয়ে কম বয়সে ১৫০ উইকেট শিকারি বোলারের রেকর্ডও গড়েন কাগিসো রাবাদা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর