× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

টি-টোয়েন্টি সিরিজ জিতলো ‘এ’ দল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, রবিবার

আয়ারল্যান্ডে ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করে বাংলাদেশ। এবার মোহাম্মদ মিঠুনের বিস্ফোরক ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারায় সৌম্য সরকাররা। এই জয়ে
২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ সিরিজ ১-১ এ সমতা থাকায় শুক্রবারের ম্যাচটি দুই দলের জন্য ছিল অঘোষিত ফাইনাল। বৃষ্টির বাধায় এদিন তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। টস জিতে ব্যাট হাতে উইলিয়াম পোর্টারফিল্ড ও সিমি সিংয়ের শতরানের জুটির ওপর ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে আইরিশরা। জবাবে মিঠুন ও সৌম্য সরকারের ব্যাটে ৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ ‘এ’ দল।
এদিন সিরিজ নির্ধারণী ম্যাচে সৌম্যর সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে মিঠুনের বিস্ফোরক ব্যাটিংয়ে ৮ ওভারেই একশ ছুঁয়ে ফেলে
বাংলাদেশ। মাত্র ২৩ বলে ফিফটি তুলে নেন মিঠুন। তাকে দারুণ সঙ্গ দেয়া সৌম্য খেলেন ৪৭ রানের ইনিংস। ৩০ বলে ৪ ছক্কা ও ২ চারে এই ইনিংস খেলেন তিনি। একাদশ ওভারে অধিনায়কের বিদায়ে ভাঙে ১১৭ রানের উদ্বোধনী জুটি। দ্রুত ফেরেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৩৯ বলে ৮০ রানের ঝকঝকে এক ইনিংস খেলে ফিরেন মিঠুন। এই ইনিংস খেলার পথে ৬ ছক্কা ও ৭টি চার হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শেষ দিকে দ্রুত উইকেট হারালেও কোনো প্রভাব পড়তে দেননি আল আমিন জুনিয়র ও মুমিনুল হক। দুই জন জয় নিয়ে মাঠ
ছাড়েন। ১৩ বলে ২১ রানে আল আমিন এবং ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন মুমিনুল। এর আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ‘এ’ দলকে শুরুতেই চাপে ফেলেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। তার দারুণ বোলিংয়ে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। স্টুয়ার্ট থম্পসন ও অ্যান্ডি বালবার্নিকে বোল্ড করেন সাইফ। গ্যারেথ ডেলানিকে বোল্ড করেন আরেক পেসার শরিফুল ইসলাম। এরপরই চতুর্থ উইকেটে ১১১ রান যোগ করেন পোর্টারফিল্ড ও সিমি। দ্বিতীয় স্পেলে ফিরে ৭৮ রান করা পোর্টারফিল্ডকে বিদায় করেন সাইফ। অপরাজিত ৬৭ রানের চমৎকার ইনিংসে দলকে দুইশ রানের কাছে নিয়ে যান সিমি। ২৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সেরা বোলার সাইফুদ্দিন। সিরিজে ম্যাচ সেরা পুরস্কার দেয়া হয়নি কাউকে। তিন ম্যাচে সর্বাধিক ১১৫ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কার ওঠে সৌম্য সরকারের হাতে।



সংক্ষিপ্ত স্কোর
টস: আয়ারল্যান্ড ‘এ’ দল (ব্যাটিং)
আয়ারল্যান্ড ‘এ’ দল: ১৮ ওভার ১৮৩/৫ (পোটারফিল্ড ৭৮, সিমি ৬৭, সাইফুদ্দিন ৪/১৮)
বাংলাদেশ ‘এ’ দল: ১৬.৫ ওভার ১৮৭/৪ (মিঠুন ৮০, সৌম্য ৪৭, শেন ৩/৩৬)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে জয়ী
সিরিজ সেরা: সৌম্য সরকার
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর