× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাজিল দলে নেই মার্সেলো-জেসুস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, রবিবার

যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তারুণ্য নির্ভর দল গড়েছেন ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতে। ডাক পেয়েছেন বার্সেলোনার আর্থার ও ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রেস পেরেইরা। দলে জায়গা ধরে রেখেছেন ইউনাইটেডের আরেক খেলোয়াড় ফ্রেড। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন মার্সেলো, মিরান্দা, পাওলিনহো, ফারনানদিনহো ও গাব্রিয়েল জেসুস। তবে দলে রাখা হয়েছে নেইমার, থিয়াগো সিলভা, কাসেমিরো ও উইলিয়ানের মতো তারকাদের। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লুকাস পাকুয়েতা, পেদ্রো, এভারটন ও ফিলিপে। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দিয়েছেন আর্থার। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে তরুণ মিডফিল্ডারের শুরুটা হয়েছে দারুণ।
সর্বোচ্চ পর্যায়ে তরুণরা কেমন করে দেখতে অভিজ্ঞ কয়েকজনকে দলের বাইরে রাখার কথা জানান কোচ তিতে। ব্যক্তিগত কারণে দলে নেই ম্যানচেস্টার সিটির তারকা গোলরক্ষক এডারসন। তার জায়গায় ডাক পেয়েছেন হুগো। অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে এখন থেকে প্রতিটি দলে  একজন  করে  অনূর্ধ্ব-২০  দলের  খেলোয়াড়কে
রাখবেন তিতে। তারই পরীক্ষার অংশ হিসেবে নেয়া হয়েছে হুগোকে। আগামী ৭ই সেপ্টেম্বর নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল। চারদিন পর ওয়াশিংটনে এল সালভাদরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। আগামী ২০১৯ কোপা আমেরিকার আয়োজক দেশও ব্রাজিল।

ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), হুগো (ফ্লামিঙ্গো), নেতো (ভালেন্সিয়া)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), ডিডি (ক্রজেইরো), ফাবিনহো (লিভারপুল), ফাগনার (করিন্থিয়ান্স), ফিলিপে (পোর্তো), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্কিনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি)।
মিডফিল্ডার: আন্দ্রেস পেরেইরা (ম্যানচেস্টার ইউনাইটেড), আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ফ্লামিঙ্গো), ফিলিপ্পে কুটিনহো (বার্সেলোনা), রেনাতো আগুয়াস্তো (বেইজিং গোয়ান)।
ফরোয়ার্ড: দগলাস কস্তা (জুভেন্টাস), রবার্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্লুমিনেন্সে), উইলিয়ান (চেলসি), এভারটন (গ্রেমিও)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর