× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসি-আগুয়েরো-ডি মারিয়াহীন আর্জেন্টিনা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, রবিবার

যুক্তরাষ্ট্রে আগামী সেপ্টেম্বরে আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচে লিওনেল মেসি যে খেলবেন না তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। গতকাল আর্জেন্টিনা দল ঘোষণা করার পর তার প্রমাণও পাওয়া গেলো। মেসিকে ছাড়াই দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এছাড়াও গঞ্জালো হিগুয়াইন, সার্জিও আগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়া জায়গা পাননি ঘোষিত এই দলে। আগামী ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে গুয়াতেমালা এবং চার দিন পর নিউ জার্সিতে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য শুক্রবার ২৯ সদস্যের দল ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন কোচ স্কালোনি। দলে ব্যাপক রদবদল এনেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপের দলে থাকা ২৩ সদস্যের মধ্যে মাত্র ৯ জন জায়গা পেয়েছেন এবারের দলে।
গত মৌসুমে ক্লাবের হয়ে দারুণ সময় কাটানোর পরও বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া মাউরো ইকার্দি দলে ফিরেছেন। দলে ফিরেছেন চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক সার্জিও রোমেরো। ডাক পেয়েছেন ইতালিয়ান সিরি আ’তে খেলা দুই স্ট্রাইকার ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ও স্পেনে জন্ম নেয়া ফিওরেন্তিনার জিওভান্নি সিমিওনে। নতুন মুখদের মধ্যে আরেক জন হলেন- সেভিয়ার মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাসকেজ। ২০১৫ সালে ইতালি জাতীয় দলের হয়ে দু’টি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। রাশিয়ায় হতাশাজনক পারফরম্যান্সের পর সামনে দুই প্রীতি ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর পথে যাত্রা করবে আর্জেন্টিনা। সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে কোনোমতে গ্রুপ পর্ব পার হওয়ার পর শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে ছিটকে যায় আসরের দু’বারের চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড)
ডিফেন্ডার: ফ্যাব্রিসিও বুস্তোস (ইন্দিপেনদিয়েন্তে) গ্যাব্রিয়েল মার্কেদো (সেভিয়া), হের্মান পেসেইয়া (ফিওরেন্তিনা), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), অ্যালান ফ্রাঙ্কো (ইন্দেপেনদিয়েন্তে), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়াল্টার কান্নেমান (গ্রেমিও), লিওনেল দি প্লাসিদো (লানুস), এডুয়ার্ডো সালভিও (বেনফিকা), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (জেনিত), সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্টিং লিসবন), গঞ্জালো মার্টিনেজ (রিভার প্লেট), জিওভানি লো সেলসো (পিএসজি), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), মাক্সিমিলিয়ানো মেজা (ইন্দিপেনদিয়েন্তে), মাতিয়াস ভার্গাস (ভেলেস), ফ্রাঙ্কো ভাসকেজ (সেভিয়া), এজিকুয়েল পালাসিও (রিভার প্লেট)
ফরোয়ার্ড: অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), জিওভান্নি সিমিওনে (ফিওরেন্তিনা), ক্রিস্টিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), পাওলো দিবালা (জুভেন্টাস)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর