× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

২৪ ঘণ্টায় অজ্ঞান পার্টি চক্রের ৫৭ সদস্য গ্রেপ্তার

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৯ আগস্ট ২০১৮, রবিবার

রাজধানীতে ২৪ ঘণ্টায় অজ্ঞানপার্টি চক্রের ৫৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিমের একটি টিম  শ্যামপু্‌র ও জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ৭ জন, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কয়েকটি টিম গুলিস্তান, নিউমার্কেট, শাহবাগ এলাকা থেকে ৩১ জন, গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের একটি টিম সায়েদাবাদ এলাকা থেকে ৭ জন, গোয়েন্দা পুলিশের দক্ষিণের একটি টিম নিউমার্কেট এলাকা থেকে অজ্ঞানপার্টি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫৩টি চেতনানাশক ট্যাবলেট, ৭ কৌটা মলম ও ৭ বোতল বিষ মিশ্রিত পানীয় উদ্ধার করা হয়। বেশ কিছুদিন ধরে অজ্ঞানপার্টি চক্রের সদস্যদের ফাঁদে পড়ে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ আরো অনেক মূল্যবান দ্রব্যাদি হারাতে হয়েছে অনেককে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞানপার্টি চক্রের সদস্যরা জানিয়েছে প্রথমে তারা কোনো ব্যক্তিকে টার্গেট করে। তারপর টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে তারা সখ্য গড়ে তোলে।
একপর্যায়ে তাদের অপর সদস্যরা ওই ব্যক্তিকে খাবারের আমন্ত্রণ জানায়। টার্গেটকৃত ব্যক্তি রাজি হলে তাকে কৌশলে ট্যাবলেট মিশ্রিত খাবার খাওয়ানো হয়।

বিশ্বাস বাড়ানোর জন্য অজ্ঞানপার্টি চক্রের সদস্যরাও তার সঙ্গে খাবার খায়। তবে সে খাবারে কোনো ট্যাবলেট মিশ্রিত থাকে না। ট্যাবলেট মিশ্রিত খাবার খাওয়ার পর এক সময় ওই ব্যক্তি অচেতন হয়ে পড়ে। তখন অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছে থাকা মূল্যবান টাকা-পয়সা সবকিছু নিয়ে পালিয়ে যায়। ডিবি জানিয়েছে, অজ্ঞানপার্টির সদস্যরা খাদ্যদ্রব্য হিসাবে চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কুট ব্যবহার করে।
৬১১৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পূর্ব বিভাগের একটি টিম রাজধানীর শাহবাগ ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, মো. নাসিফ ইকবাল ওরফে তপু, আবদুল আজিজ, মো. বিল্লাল, মো. মিলন, মো. আসিফ ও মোছা. নাসিমা আক্তার। এসময় তাদের কাছ থেকে ৬১১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর