× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন /কাবাডি ও শুটিংয়ে লড়াই শুরু বাংলাদেশের

খেলা

স্পোর্টস রিপোর্র্টার
১৯ আগস্ট ২০১৮, রবিবার

ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবলের মাঠের লড়াই শুরু হয়েছে আগেই। আর গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। জাকার্তার বুং কর্নো স্টেডিয়ামে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন এসএ গেমসে স্বর্ণ জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আজ শুরু হচ্ছে আসরের বিভিন্ন ডিসিপ্লিনের লড়াই। এতে লড়াইয়ে নামছেন বাংলাদেশের কাবাডি, শুটিং, সাঁতার ও কুস্তি তারকারা। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।
এশিয়াডের ১৮তম এই আসরে ৪০ খেলায় মোট ইভেন্টের সংখ্যা ৪৬২টি। ৪৫ দেশের ১৪ হাজারের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের এশিয়াডে। ইন্দোনেশিয়ার রাজধানী জাতার্কা ছাড়াও এশিয়ান গেমসের অপর ভেন্যু পালেমবাং।
দুই শহরের বিভিন্ন ভেন্যুতে হবে ইভেন্টগুলো। এবারের আসরের ডিসিপ্লিনগুলোর মোট ৩২টি হলো অলিম্পিক ডিসিপ্লিন। অন্যগুলো নন-অলিম্পিক ডিসিপ্লিন। এশিয়াডের এই আসরে বাংলাদেশ ১৪ ডিসিপ্লিনের বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশের হয়ে ১১৭ জন প্রতিনিধিত্ব করছেন দেশকে। এ পর্যন্ত বাংলাদেশের এশিয়াডে পদক সংখ্যা ১২টি। যার ৭টিই এসেছে কাবাডি থেকে। দুটি নারী কাবাডি থেকে অন্য ৫টি আসে পুরুষ কাবাডি থেকে। সিউল অলিম্পিকে দেশকে একমাত্র ব্যক্তিগত পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। এবারের আসরে কাবাডিকে ঘিরেই আসল প্রত্যাশা বাংলাদেশের। সেই কাবাডিই পড়েছে শক্ত গ্রুপে। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুযোগ পাবে সেমিফাইনালে। সেমিফাইনাল নিশ্চিত হলেই মিলবে পদক। সেখানে পুরুষ বিভাগে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী চ্যাম্পিয়ন ভারত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে হারানো দক্ষিণ কোরিয়া আছে এই গ্রুপে। থাইল্যান্ড, শ্রীলঙ্কাকেও পিছিয়ে রাখা যাবে না। ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নেপাল। নারীদের গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইরান, দক্ষিণ কোরিয়া ও চায়নিজ তাইপে। আজই গ্রুপ পর্বের লড়াইয়ে নামছে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দল। আজ পুলে নামছেন বাংলাদেশের দুই সাঁতারু। সকাল ৯টায় ২০০ মিটার ফ্রি স্টাইলের হিটে পুলে নামবেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে খাদিজা পুলে নামবেন সকাল ১০টায়। বাংলাদেশের দুই পুরুষ কুস্তিগীর ৭৪ কেজি ফ্রি স্টাইলে মোহাম্মদ আলী আমজাদ ও ৮৬ কেজি ওজন শ্রেণিতে শরৎচন্দ্র রায় আজ লড়াইয়ে নামবেন। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্স টিম ইভেন্টে লড়াই করবেন অর্ণব শাহারা লাদিব ও সৈয়দা আতকিয়া হাসান দিসা এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে লড়াই করবেন নুর হাসান আলিফ ও আরদিন ফেরদৌসি। আজ ভলিবলেও বাংলাদেশের খেলা রয়েছে। ইন্দোনেশিয়ায় দ্বিতীয়বারের মতো বসেছে এশিয়াডের আসর। ১৯৬২ সালে প্রথমবার এশিয়ান গেমস আয়োজন হয়েছিল ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া এবার দশম স্থানে থেকে শেষ করতে চায়। ২০১৪ সালে ইনচিয়ন এশিয়ান গেমসে ৩৭ দেশের মধ্যে ১৭তম হয়েছিল ইন্দোনেশিয়া। গত আসরে ১৫১ সোনাসহ মোট ৩৪৫ পদক নিয়ে শীর্ষে ছিল চীন। এবারো যাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা। দক্ষিণ কোরিয়া ও জাপানও আগের আসরে পেয়েছিল সাফল্য। ঘরের প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া ৭৯, আর জাপান কুড়ায় ৪৭টি সোনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর