× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

তফসিলের আগেই সংলাপে বসতে হবে: নজরুল

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৯ আগস্ট ২০১৮, রবিবার

আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংলাপে বসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটলে সেটা কোনো নির্বাচন নয়। সেই নির্বাচন হতে হলে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এজন্য আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট দূর করতে হবে। এই জন্য আগে সংলাপে বসতে হবে, তারপর তফসিল ঘোষণা হবে। এরপর হবে নির্বাচন। অন্যথায় সম্ভাব্য সব বিশৃঙ্খলার দায় সরকারকেই নিতে হবে।
নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। ফাঁকা মাঠে গোল দেয়ার একই খেলা বার বার খেলতে দেয়া হবে না। কাজেই সম্মানজনক পথে ফিরে আসুন। সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার পথ একটাই অবশিষ্ট আছে। সেটা হলো- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন, রাজবন্দিদের মুক্তি দিন, যেসব শিক্ষার্থীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছেন তাদের ?মুক্তি দিন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটের ফলাফল তুলে ধরে তিনি বলেন, সরকার জানে যে, বিএনপি’র প্রার্থী যদি ১৬১টা ভোট পায় তাহলেই জিতে যাবে। এজন্য সেখানে কারচুপির চেষ্টা করেনি। এতে আমাদের প্রার্থী ২ হাজারের বেশি ভোট পেলেন। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে সারা দেশে আওয়ামী লীগ পাবে আমাদের চার ভাগের এক ভাগ ভোট। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে ওবায়দুল কাদেরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মহাসচিব তার এক বক্তব্যে স্বাধীনতা ফিরিয়ে আনার কথা বলেছেন। এই কথার অর্থ এই না যে, আবার একাত্তর সালের মতো লড়াই করে আমাদের স্বাধীনতা আনতে হবে। এই স্বাধীনতার মানে হলো আপনার রাজনীতি করার স্বাধীনতা, গণতান্ত্রিক নির্বাচনের স্বাধীনতা, সুন্দর, সুস্থ ও নিরাপদে বেঁচে থাকার স্বাধীনতা। রাজনীতির ভাষা আপনাকে বুঝতে হবে যোগ করেন তিনি। নজরুল ইসলাম বলেন, ২০০৭ সালে ওবায়দুল কাদের বলেছিলেন- বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেবেন। অক্সিজেন বন্ধ হলে মানুষ বাঁচে? বঙ্গভবনে প্রেসিডেন্ট ছিলেন, তার কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন, সামরিক-বেসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। এখন কি আমরা বলবো যে, আপনি তাদের হত্যার চেষ্টা করেছিলেন? যদি সেটা হত্যা চেষ্টা হয় তাহলে কি রাষ্ট্রদ্রোহিতার চেয়ে কম বড় অপরাধ? এতোগুলো মানুষের খুনের চেষ্টা কি অপরাধ নয়? শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি জুলফিকার মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান প্রমুখ। নাসিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করীম মজুমদার প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর