× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সামনে ঈদ তাই ঢাকার আশেপাশের রিসোর্ট ফাঁকা নেই

দেশ বিদেশ

দীন ইসলাম
১৯ আগস্ট ২০১৮, রবিবার

ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঢাকার আশেপাশের রিসোর্টগুলো ফাঁকা নেই। ঈদের পর পাঁচ দিন টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জে অবস্থিত রিসোর্টগুলো পুরোপুরি বুকড। ফোন করলেই বলা হচ্ছে, ‘স্যরি ২৭শে আগস্টের পর স্যার ট্রাই করে দেখতে পারেন। আপাতত কোনো রুম বা কটেজ বুকিং নিতে পারছি না। ঈদের ছুটিতে এসব রিসোর্টে রয়েছে উচ্চ মূল্যের রুম ভাড়া। পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে মেন্যু অনুযায়ী খাবার অর্ডারের বদলে বাফেটের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য বেশি দামে খাবার খেতে হবে গেস্টদের। বিভিন্ন রিসোর্টে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার পাশে গাজীপুরে বিভিন্ন টাইপের শতাধিক গেস্ট হাউজ, রিসোর্ট কাম কনভেনশন সেন্টার রয়েছে।
এর মধ্যে কয়েকটি রিসোর্ট নিজেদের ৫ স্টার মানের বলে দাবি করছে। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ীর পাশেই সারাহ রিসোর্ট। এটিতে ৫ স্টার মানের সুবিধা রয়েছে বলে দাবি করা হয়। রয়েছে সুইমিং পুল, জিমনেসিয়ামসহ নানা সুবিধা। রিসোর্টটির রিজার্ভেশন নাম্বারে ফোন দিতেই প্রতিষ্ঠানটির কর্মী মানবজমিনকে বলেন, ১৫ দিন আগেই আমাদের রিসোর্টটি ঈদের আশেপাশের দিনগুলোতে বুকড হয়ে গেছে। ২৮শে আগস্ট পর্যন্ত কোনো সেবা আপনাকে দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। গাজীপুরের নলজানিতে দেশের একটি নামি কর্পোরেট প্রতিষ্ঠান তৈরি করেছে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। এ প্রতিষ্ঠানের রিজার্ভেশন বিভাগের কর্মী আহসান ইসলাম দ্বীপ মানবজমিনকে বলেন, ৩০শে আগস্ট পর্যন্ত কোনো কটেজ দিতে পারবো না। কটেজ নেই তবুও কাস্টমারদের সাড়া দেখে আমরা অভিভূত। এদিকে সারাহ রিসোর্ট বা ভাউয়াল রিসোর্টের পাশাপাশি মাঝারি মানের ছুটি রিসোর্ট, বেসক্যাম্প, রাঙ্গামাটিয়া ওয়াটার ফ্রন্ট রিসোর্ট, সোহাগ পল্লী, গ্রীনটেক রিসোর্ট, ড্রিম স্কয়ার, জল জঙ্গলের কাব্য ও নক্ষত্র বাড়িসহ অর্ধ শতাধিক মাঝারি মানের রিসোর্টেও কটেজ বা টাওয়ার বিল্ডিংয়ে বিভিন্ন মানের রুম মিলছে না। ফোন করলেই বিভিন্ন রিসোর্টের রিজার্ভেশন কর্মকর্তারা ‘স্যরি’ বলছেন। অনেকে ফুল বুকড থাকার পর দিন ভাড়া নিতে অনুরোধ করা হয়। গাজীপুরে চন্দ্রা মোড়ের কাছেই রাঙ্গামাটিয়া ওয়াটার ফ্রন্ট রিসোর্ট। এ রিসোর্টে উঁচু দরের দুয়েকটি কটেজ ছাড়া কিছু ফাঁকা নেই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নাঈম ইসলাম মানবজমিনকে বলেন, আমাদের এখানে সিঙ্গেল রুম এবং বিভিন্ন টাইপের কটেজ রয়েছে। কটেজ অনুযায়ী ভাড়া বিভিন্ন ধরনের। তবে ১৫ হাজার টাকার নিচে কোনো কটেজ আপাতত ফাঁকা নেই। এছাড়া ছুটির সময়ে বাফেটে খেতে হবে। মেন্যু অনুযায়ী কোনো খাবার অর্ডার দেয়া যাবে না। মুন্সীগঞ্জে পদ্মা নদীর পাড়ে পদ্মা রিসোর্ট। গরমের সময় এ রিসোর্টে সময় কাটাতে গেলে হা-পিত্যেশ উঠে। প্রতিষ্ঠানের কর্মী সুলেমান মিয়া জানান, হাফ ডে প্যাকেজ প্রোভাইড করে থাকি আমরা। তাই ঈদের পর কয়েক দিন নতুন করে আমরা বুকিং নিচ্ছি না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর