× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এলএনজি সরবরাহ শুরু

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৯ আগস্ট ২০১৮, রবিবার

দেশে প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের কাজ শুরু হয়েছে। গতকাল দুপুর ২টা ৪০ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এই আমদানিকৃত গ্যাসের সরবরাহ। আপাতত শুধু চট্টগ্রামে এই গ্যাস সরবরাহ করা হবে। পাইপ লাইনের কাজসহ সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি শেষ হলে জাতীয় গ্রিডেও সরবরাহ শুরু হবে এলএনজি। এর মাধ্যমে এলএনজি যুগে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলো বাংলাদেশ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদার গণমাধ্যমকে জানান, গত সপ্তাহের শেষে পরীক্ষামূলকভাবে পাইপলাইনে এলএনজি সরবরাহ শুরু করা হয়। আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের রিং মেইন পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করা হয়। তিনি জানান, প্রতিদিন আপাতত ৭৫ মিলিয়ন ঘনফুট করে এলএনজি সরবরাহ করা হবে।
নতুন প্রযুক্তি হওয়াতে ধীরে ধীরে সবরবাহ বাড়ানো হবে। প্রথম সপ্তাহে দৈনিক ৭৫ মিলিয়ন ঘনফুটে করেই দেয়া হবে বলে তিনি জানান। গত ২৪শে এপ্রিল এক্সিলারেট এনার্জি এলএনজির ভাসমান টার্মিনালটি কাতার থেকে বাংলাদেশে নিয়ে আসে।
 এরপর ১০ই মে প্রথম দফায় এলএনজি সরবরাহের তারিখ ঠিক করা হলেও নানা কারণে ওই তারিখে তা সরবরাহ করা সম্ভব হয়নি। এরপর আরও কয়েকটি তারিখ ঠিক করা হলেও সেসব তারিখেও সরবরাহ শুরু করতে পারেনি এক্সিলারেট এনার্জি। কারণ, হিসেবে তারা সাব সি পাইপলাইন (সাগরের ২০ মিটার নিচে স্থাপিত পাইপলাইন) মেরামতের কথা জানিয়েছে। সাগর উত্তাল থাকায় পাইপলাইন মেরামত করা যাচ্ছিল না বলে এই দেরি হচ্ছে বলে তারা দাবি করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর