× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার , ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পাগলুতে মাত গাবতলী

দেশ বিদেশ

মরিয়ম চম্পা
১৯ আগস্ট ২০১৮, রবিবার

সিনেমায় নয়, এবার পশুর হাটে এসেছে পাগলু। নামে যেমন দেখতেও তেমনি। পুরো শরীর কালো হলেও পেট, পা, গলা ও লেজের কিছু অংশ সাদা। গাবতলীর পশুর হাটের মূল গেট দিয়ে প্রবেশ করলেই বাম পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পাগলুকে। পাগলুর রাখাল তত্ত্বাবধায়ক আবদুল করিম বলেন, আমিন বাজারের এক খামারির নিজস্ব খামারের গরু হচ্ছে পাগলু। পাগলুকে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার খাবার খাওয়াতে হয়। এর মধ্যে রয়েছে, ভাত, কাঁচা ঘাস, খৈল, ভুসি, ডাল, পানি, স্যালাইন ও খড়সহ বিভিন্ন ধরনের খাবার। পাগলুর দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা।
যেটা এবছরের গাবতলী কোরবানির হাটের সর্বোচ্চ মূল্য। পাগলুর ওজন ২০ থেকে ২২ মণ হতে পারে বলে জানিয়েছেন করিম। হাটের আরেক আকর্ষণ রাজাবাবু। এর তত্ত্বাবধায়ক সলিম মিয়া বলেন রাজা বাবুর ওজন ১৮ মণ হবে। রাজাবাবুকে নিয়মিত ডালের ভুসি, খৈল, চিটাগুড়, ভাত ও কাঁচা ঘাস খাওয়ানো হয়। দাম চাওয়া হচ্ছে ১৮ লাখ টাকা। মাগুরা থেকে গরু নিয়ে এসেছেন ব্যাপারি ছালাম মিয়া। তিনি বলেন, ঈদের আগের দিন পর্যন্ত আমাদের নাওয়া খাওয়া ও ঘুমানোর ঠিক থাকে না। গরুর পায়ের নিচে একটু পরপর বালি দিতে হয়। গরুকে পানি খাওয়াতে হয়। কাস্টমারদের সঙ্গে কথা বলতে হয়। গরুর গলার রশি ছোট-বড় করে বাঁধতে হয়। ট্রাকে নিয়ে আসা থেকে শুরু করে কোরবানির আগের দিন পর্যন্ত গরুকে এক নাগাড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। তাই পানির সঙ্গে মিশিয়ে নিয়মিত ব্যথানাশক ওষুধ খাওয়াতে হয়। তা না হলে অতিরিক্ত গরম ও শরীরের ব্যথায় গরু যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। এছাড়া গরুকে পানির সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে স্যালাইন খাওয়াতে হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর