× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কোহলির ৩ রানের আক্ষেপ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, রবিবার

এজবাস্টন টেস্টে দুই ইনিংসে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ২০০ রান। এরপর লর্ডসে দলের ইনিংস ব্যবধানে হারের ম্যাচে দুই ইনিংসেই অনুজ্জল ছিলেন ভারতীয় অধিনায়ক। ট্রেন্টব্রিজে আবারো ব্যাট হাতে উজ্জ্বল কোহলি। তবে টেস্ট ক্যারিয়ারে ২৩তম সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৩ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্টের প্রথম দুটিতে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। গতকাল তৃতীয় টেস্টে ট্রেন্টব্রিজে ইংলিশদের মুখোমুখি হয় ভারত। টস জিতে সফরকারী ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে দলীয় ৮২ রানে ৩ উইকেট কিছুটা ব্যাকফুটে ছিল ভারত।
সেখান থেকে আজিঙ্কা রাহানেকে সঙ্গী করে ভারতকে টেনে তুলেন কোহলি। চতুর্থ উইকেটে তাদের জুটি থেকে আসে ১৫৯ রান। ব্যক্তিগত ৮১ রানে ব্রডের বলে কুকের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন রাহানে। তবে ঠান্ডা মেজাজে সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে কোহলিকে। ব্যক্তিগত ৯৭ রানে আদিল রশিদের বলে স্টোকসের হাতে ধরা পড়েন তিনি। ১৫২ বলে তার এই ইনিংসটি ১১টি চারের সাহায্যে সাজানো ছিল। কোহলির এমন দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর