× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

দেড় বছর পর

বিনোদন

স্টাফ রিপোর্টার
২০ আগস্ট ২০১৮, সোমবার

আন্তজার্তিক মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। প্রায় দেড় বছর পর টিভি নাটকে অভিনয় করলেন তিনি। আসছে ঈদে ‘পোশাকে বংশের পরিচয়’ শিরোনামের সাত পর্বের একটি ধারাবাহিকে তাকে দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। এটিতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, মোশাররফ করিম ও জুঁই। একটি কনভেনশন সেন্টারে করপোরেট পার্টি ঘিরে গড়ে উঠেছে নাটকটির গল্প। পোশাক যে কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এতে সেটাই দেখবেন দর্শক। এরইমধ্যে প্রকাশ হয়েছে নাটকটির প্রমো।
এটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। প্রমোতে দেখা যাচ্ছে অরিজিৎ সিংয়ের ‘মন আমার তোর কিনারে’ গানটিতে অভিনয় শিল্পীদের নাচতে। নাটকটি প্রসঙ্গে পিয়া বলেন, অনেক দিন পর আবারো টিভি নাটকে অভিনয় করেছি। মজার একটি গল্পের নাটক। এটি একটি হাসির নাটক। তবে অন্য হাসির নাটকের মতো এটি নয়। দর্শকের নাটকটি ভালো লাগবে। যারা নাটকটি দেখবেন তারা বেশ উপভোগ করবেন বলে আশা করছি। নাটকটি নিয়ে নির্মাতা জানান, ঈদের এ নাটকটিতে দর্শকরা যেন পরিপূর্ণ বিনোদন পায় সে দিকে লক্ষ্য রাখা হয়েছে। দর্শক এই নাটকে পিয়াকে নতুনভাবে দেখবে। আমি চেষ্টা করেছি সুন্দর একটি গল্প তুলে ধরতে। আমাদের সমাজে পোশাকের ওপর আজকাল অনেক কিছু নির্ভর করে। সেই বিষয়টি দর্শক এই নাটকে দেখবে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর