× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

তবুও মন ভরেনি মিঠুনের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ আগস্ট ২০১৮, সোমবার

মাত্র ৩৯ বলে ৮০ রান। মোহাম্মদ মিঠুনের এমন ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দলের দারুণ জয়। প্রতিকূল কন্ডিশনেও স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এক কথায় তার দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতে নেয়। ওয়ানডেতেও দারুণ ব্যাট করেছেন তিনি। মুমিনুলের রেকর্ড ১৮২ রানের দিনে মিঠুনের ব্যাট থেকে আসে ৫১ বলে ৮৭ রানের ইনিংস। ২-২ এ সমতায় শেষ হয় ওয়ানডে সিরিজ। কিন্তু এর পরও মন ভরেনি মোহাম্মদ মিঠুনের। আয়ারল্যান্ড সফর শেষে দেশে ফিরে মিঠুন বলেন, ‘খুব খারাপ হয়নি ঠিকই, তবে আমরা আরো ভালো করতে পারতাম।
আমাদের ওয়ানডে সিরিজটি জেতা উচিত ছিল। তবে ওদের দলটি অনেক ভালো ছিল। ওদের জাতীয় দলের অভিজ্ঞ অনেকেই
খেলেছে। এরপরেও আমার মনে হয় সব মিলিয়ে ভালোই হয়েছে।’ তবে নিজের অবদানে দল জেতায় বেশ আনন্দ নিয়ে ফিরেছেন তিনি। মিঠুন বলেন, ‘অবশ্যই ভালো লেগেছে যে আমার কন্ট্রিবিউশনে একটি ম্যাচ জিততে পেরেছি। সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, সুতরাং আমাদের জেতাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ ওদের বিপক্ষে হারাটা আসলেই খারাপ হতো। তবে আমাদের মধ্যে বিশ্বাস ছিল। আর ওপরের সারির ব্যাটসম্যানদের রান করতে হবে, আমাদের পরিকল্পনাতে এমনটাই ছিল। আমি সেভাবেই চেষ্টা করেছি।’ মিঠুন বলেন, তাদের স্ট্রাকচার অনেক সুন্দর। ইংল্যান্ডের সঙ্গে তাদের অনেক মিল আছে সুবিধার দিক থেকে। তাদের যেকোনো ক্লাবের অনুশীলন সুবিধা অনেক সুন্দর । ইনডোর, মেশিন, উইকেট এবং যেকোনো ক্লাবের সুযোগ সুবিধা সবই আন্তর্জাতিক মানের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর