× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হ্যাটট্রিক রেকর্ডে আগুয়েরের সামনে শুধু শিয়েরার

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৮, সোমবার

ইংলিশ প্রিমিয়ার লীগে দ্বিতীয় সর্বাধিক নবম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকার সামনে কেবল অ্যালান শিয়েরার। ১১ হ্যাটট্রিক নিয়ে শীর্ষে সাবেক এই ইংলিশ স্ট্রাইকার। সিয়েরারের স্বদেশী রবি ফাউলারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আগুয়েরো। ছাড়িয়ে গেছেন মাইকেল ওয়েন, ওয়েন রুনি ও থিয়েরি অঁরিকে। আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লীগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করে ম্যানসিটি। আর গতকাল ইতিহাদ স্টেডিয়ামে আগুয়েরোর হ্যাটট্রিকে হাডার্সফিল্ড টাউনকে ৬-১ গোলে উড়িয়ে দেয় সিটিজেনরা। প্রথমার্ধেই ৩-০ গোলে লিড নেয় কোচ পেপ গার্দিওলার দল।
ম্যাচে গোল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও ডেভিড সিলভা। বিরতির দুই মিনিট আগে এক গোল পরিশোধ করে হাডার্সফিল্ড। ৭৫তম মিনিটে গোল নিয়ে হ্যাটট্রিক উল্লাসে মাতেন আগুয়েরো। আর ৮৬ মিনিটে আত্মঘাতী গোল করেন হাডার্সফিল্ড ডিফেন্ডার টেরেন্স কঙ্গোলো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর