× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অবরুদ্ধ করে মওদুদের গুরুত্ব কেন বাড়াবো

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২০ আগস্ট ২০১৮, সোমবার

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে তার নোয়াখালীর বাড়িতে ‘অবরুদ্ধ’ করে রাখার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা ‘নাটক’ ছাড়া আর কিছু না। এলাকায় তার (মওদুদ) সেই অবস্থা নেই, অযথা তার গুরুত্ব আমি কেন বাড়াবো? মওদুদ আহমদের সেই গুরুত্ব নেই।

এলাকায় প্রতিনিধিদের  দিয়ে খবর নিন। মওদুদ আহমদের এটাই হচ্ছে অভ্যাস। মওদুদ আহমদকে কোটা আন্দোলনের নেপথ্যের কুশীলবদের মধ্যে প্রধান ব্যক্তি আখ্যায়িত করে তিনি বলেন, আন্দোলনে তিনি ফেল করে ঈদে বাড়ি গিয়ে একটা নাটক করেছেন, এটা অবরুদ্ধ হওয়ার একটা নাটক। অবরুদ্ধ তাকে কেউ করেনি। তিনি (মওদুদ) গেছেন একটা ইস্যু তৈরি করার জন্য। কোনো দিনও ঈদের আগে বাড়ি যাননি।
এবার গেছেন। রোজার ঈদেও গেছেন, এই ঈদেও গেছেন। তার উদ্দেশ্য হলো অবরোধের একটা নাটক তৈরি করা। তার বাড়ির সামনে কোনো পুলিশ নেই। এটা মিথ্যাচারের একটা নাটক। গতকাল গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন (একাদশ) নয়, পরবর্তী নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সংলাপ হবে। নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপি সংবিধান মানে না, আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, কিছুই না। বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। তবে ২০১৪ সালের মতো যদি তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাহলে জনগণ তা প্রতিহত করবে। ঈদযাত্রার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সড়কের অবস্থা ভালো। পশুবাহী গাড়ির কারণে রাস্তায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। ফেরি পারাপারেও পশুবাহী গাড়িকে প্রায়োরিটি দেয়া হচ্ছে। এসব কারণে একটু সময় লাগছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর