× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ভূমিকম্পের জেরে পশ্চিমবঙ্গে এক ছাত্রের মৃত্যু

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) সেপ্টেম্বর ১২, ২০১৮, বুধবার, ৭:৪১ পূর্বাহ্ন

আসমের কোকরাঝাড়ের কাছে হওয়া ভূমিকম্পের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গসহ গোটা পূর্বভারতে। এমনকি প্রতিবেশি বাংলাদেশ, মায়ানমার ও ভূটানে ভূ কম্পন অনুভূত হয়েছে। কলকাতা পর্যন্ত ভূমিকম্পের রেশ এসে পড়েছিল। তবে বুধবারের এই ভূমিকম্পের জেরে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের সুত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় ২২ বছরের ছাত্রটি আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেছিলেন। তখনই সে পড়ে গিয়ে সংজ্ঞা হারিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, পড়ে গিয়ে ছাত্রটি মাথায় গুরুতর চোট পেয়েছে।
আর তাতেই তাঁর মৃত্যু হয়েছে। এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬। কলকাতায় আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জি কে দাশ জানিয়েছেন, আসামের কোকরাঝাড়ে কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে। বেলা ১০টা ২০ মিনিট ৫৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। স্থায়ী ছিল ২০-৩০ সেকেন্ড। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, মুর্শিদাবাদ,কোচবিহার, মালদহ-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বেশ ভাল টের পাওয়া গেছে এই কম্পন। আসাম, পশ্চিমবঙ্গ ছাড়া কম্পন অনুভূত হয়েছে সিকিম, মেঘালয়, বিহারেও। কলকাতাতেও অনুভূত হয়েছিল ভূকম্পন। উত্তরবঙ্গে অনেক জায়গাতেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিল। কয়েকটি ঘরবাড়ির সামান্য ক্ষতি হলেও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এদিকে বুধবার সকালে ভূস্বর্গ জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প হয়েছে। তবে তার তীব্রতা ছিল অনেক কম। এর পর আরও একবার ভূমিকম্প হয়েছে উত্তর ভারতে। বারে বারে ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর