বিশ্বজমিন

চীন থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় বুলেট ট্রেন?

মানবজমিন ডেস্ক

২০১৮-০৯-১৩

চীনের কুনমিং থেকে বাংলাদেশ ও মিয়ানমার হয়ে ভারতের কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন সেবা চালু করার বিষয়ে চীনের আগ্রহের কথা জানিয়েছেন কলকাতায় দেশটির কনসাল জেনারেল মা ঝানু। বুধবার এক সম্মেলনে তিনি বলেন, ভারত ও চীন যৌথভাবে উদ্যোগ নিলে, কুনমিং ও কলকাতার মধ্যে উচ্চগতির ট্রেন সংযোগ স্থাপন করা সম্ভব। এ খবর দিয়েছে এনডিটিভি।
সম্মেলনে মা ঝানু বলেন, ‘বুলেট ট্রেন প্রকল্প যদি বাস্তবে রূপ দেওয়া যায়, তাহলে কলকাতা থেকে কুনমিংয়ে যেতে সময় লাগবে মাত্র কয়েক ঘণ্টা।’ এই প্রকল্প থেকে বাংলাদেশ ও মিয়ানমারও লাভবান হবে বলে তার মত।
তিনি বলেন, এই পথ ধরে নানা ধরণের শিল্প গড়ে উঠতে পারে। ফলে ২৮০০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে জড়িত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। ২০১৫ সালে বৃহত্তর মেকং উপ-অঞ্চল সম্মেলনেও এই প্রকল্পের প্রসঙ্গ ওঠে বলে জানান তিনি।
মা ঝানু আরও বলেন, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার করিডোরে বাণিজ্য বৃদ্ধিই এই প্রকল্পের উদ্দেশ্য। তিনি আরও যোগ করেন, প্রাচীন আমলের সিল্ক রোড পুনর্জ্জীবিত করে কুনমিং থেকে কলকাতার মধ্যে সংযোগ বৃদ্ধি করতে চায় চীন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status