দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। এই সময়ে টিভিনাটকে খুব বেশি অভিনয় করছেন না। কখনো অনুরোধের ঢেঁকি গিলতে, কখনো ভালো লাগার মতো চরিত্র পেলে তবে দু’একটি নাটকে অভিনয় করেন। সম্প্রতি ‘রঙ্গিন কাঁচের জানালা’ শিরোনামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন মাঈনুল হাসান হীরা। এই মুহূর্তে সাবা আড্ডায় সময় কাটাচ্ছেন বলে জানান। খুব কাছের বিভিন্ন তারকার সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি। সাবা বলেন, অভিনয়ের চেয়ে আমি এখন বেশি মনোযোগী ‘আড্ডা উইথ সোহানা সাবা’ অনুষ্ঠানটি নিয়ে।
‘তারকালয়’ নামে একটি সাইটে এটি প্রচার হচ্ছে। গ্রামীণফোন ও রবির সাবস্ক্রাইবরা এই অনুষ্ঠানটি শুধু দেখতে পাবেন। এরই মধ্যে কয়েকটি পর্ব প্রচার হয়েছে। দর্শকের বেশ সাড়া পাচ্ছি। এখানে আমার খুব কাছের মানুষদের অতিথি করছি। যাদের সঙ্গে আমি সব বিষয়ে কথা বলতে পারি, তাছাড়া শোবিজের বাইরের বিভিন্ন তারকার উপস্থিতিও থাকছে। একটি অন্যরকম অনুষ্ঠান এটি বলতে পারি। তিনি আরো বলেন, এটি সম্পূর্ণ আমার পরিকল্পনার একটি অনুষ্ঠান। এদিকে সাবার হাতে এখন দু’টি চলচ্চিত্র রয়েছে। চলচ্চিত্র দু’টি হলো সাইফ চন্দনের ‘আব্বাস ওটু’ এবং অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনী’। ‘আব্বাস ওটু’ ছবিতে সাবা জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা নিরবের সঙ্গে। এই ছবির মধ্যদিয়ে তিনি প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে অভিনয় করছেন। এটি শুটিং শেষের দিকে বলে জানান এই গ্ল্যামার কন্যা।