জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন সামি খেদিরা। নতুন চুক্তিতে ইতালির ক্লাবটিতে ২০২১ সাল পর্যন্ত থাকবেন জার্মান এই মিডফিল্ডার। এ নিয়ে গতকাল এক টুইটার বার্তায় সামি খেদিরা বলেন, এখানে যোগ দেয়ার প্রথম দিন থেকেই আমার একটা আলাদা অনুভূতি কাজ করে। এটা আমার কাছে বাড়ির মতো মনে হয়। এমন একটি ঐতিহাসিক ক্লাবের অংশ হতে পেরে খুবই গর্ববোধ করছি। বিশ্বকাপ জয়ী ৩১ বছর বয়সী খেদিরা ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেন। তার সঙ্গে লিভারপুল ও প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) যোগাযোগ রয়েছে বলে বেশ কিছু দিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন চলছিল। ইতালিয়ান সিরি আ’তে এবারের মৌসুমে জুভেন্টাসের প্রথম গোলটি আসে খেদিরার পা থেকে।
তুরিনের ক্লাবটির হয়ে ইতালির শীর্ষ লীগে ৮০ ম্যাচে ২০ গোল করেন তিনি। জুভেন্টাসে তিনটি করে ইতালিয়ান সিরি আ ও কোপা ইতালিয়া শিরোপা জেতেন খেদিরা।