× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতার বৃহত্তম পাইকারি মার্কেটে ভয়াবহ আগুন

দেশ বিদেশ

কলকাতা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার

মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটে বৃহত্তম পাইকারি মার্কেট বলে পরিচিত বাগরি মার্কেটের একটি ছয়তলা বাড়ি শনিবার মধ্যরাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে। প্রচণ্ড আগুনের তাপে বাড়িটিতে ফাটল দেখা দিয়েছে। ফলে বাড়িটি যেকোনো মুহূর্তে ধসে যেতে পারার আশঙ্কা তৈরি হয়েছে। ১৫ ঘণ্টার চেষ্টাতে দমকলের ৩০টি ইঞ্জিন আগুন পুরোপুরি আয়ত্তে আনতে পারেনি। আগুন লাগার কারণ সঠিকভাবে জানাতে না পারলেও দমকল এবং পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে, দমকল মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। স্থানীয়রা জানিয়েছেন, শুধু এই বাড়িটিতেই হাজার খানেক দোকান ছিল। প্রধানত ওষুধ ও কসমেটিক সামগ্রিসহ নানা ধরনের জিনিস পাইকারিভাবে বিক্রি হতো এই মার্কেটে।
আগুনে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বড় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে কয়েক কোটি রুপির ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাড়িটিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ছিল ওষুধ তৈরির রাসায়নিকও। দমকল আধিকারিকদের আনুমান, দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক দমকল কর্মী। দমকল মন্ত্রী বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার সব চেষ্টা করেছে দমকল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর