× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাবার দুই, ছেলের এক

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার

জুভেন্টাসের জার্সিতে অবশেষে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ আকর্ষণের কেন্দ্রে তার ছেলে। শনিবার জুভেন্টাসের অনূর্ধ্ব-৮ দলের হয়ে লীগ ম্যাচে গোল করে বাবাকে ছাপিয়ে গেছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। রিয়াল মাদ্রিদ থেকে এই মৌসুমেই ১০৫ মিলিয়ন পাউন্ডে জুভ জার্সিতে সই করেন রোনালদো। কিন্তু গোল করে সিরি আ’তে অভিষেকের স্বপ্ন পূরণ হয়নি তার। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে গোলহীন থাকেন। তবে রোনালদোর ছেলে অভিষেক ম্যাচেই চার গোল করে আলোড়ন ফেলে দিয়েছিলেন। সেখানে সিআর সেভেন গোলের খাতা খোলেন চতুর্থ ম্যাচে।


আর প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখেন জোড়া গোল করে। রোববার সিরি আ’তে রোনালদোর জোড়া গোলেই চলতি মৌসুমে টানা চতুর্থ জয় পেয়েছে জুভেন্টাস। সাসুওলোকে ২-১ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। অন্যদিকে, জুভেন্টাসের অনূর্ধ্ব-৮ দলের হয়ে ইতিমধ্যেই পাঁচ গোল করে ফেলেছেন ছোট রোনালদো।

সিআর সেভেনের বান্ধবী জর্জিনা শনিবার ছোটদের লীগ ম্যাচের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, তাতে দেখা যাচ্ছে ১১ নম্বর জার্সি গায়ে ছোট রোনালদো বল নিয়ে ক্ষীপ্রগতিতে বিপক্ষের পেলাল্টি বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে গোল করন। কাকতালীয়ভাবে একইদিনে সাসুওলোর বিপক্ষে ঠিক একই জায়গা থেকেই গোল করেন সিআর সেভেন। ছেলেকে নিয়ে দারুণ উচ্ছ্ববসিত রোনালদো বলেন, ছেলে একদম আমার মতো। কখনো হারতে চায় না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর