× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চ্যাম্পিয়ন্স লীগের পর্দা উঠছে আজ শুরুতেই লিভারপুল-পিএসজি ঝাঁঝালো ম্যাচ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার


ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ২০১৮-১৯ মৌসুমের গ্রুপ পর্ব শুরু হচ্ছে আজ। ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে প্রথম দিনেই থাকছে ঝাঁঝালো এক ম্যাচ। নিজ মাঠে নেইমার-এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে নামবে গতবারের ফাইনালিস্ট লিভারপুল। অ্যানফিল্ডে আজ রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। দীর্ঘ ২১ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে একে অপরকে চ্যালেঞ্জ জানাবে এ দুই ইউরোপিয়ান পরাশক্তি। একই সময়ে ‘সি’ গ্রুপের অপর খেলার নাপোলিকে আতিথ্য দেবে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড। প্রথম দিনে চার গ্রুপে মোট ৮টি ম্যাচ মাঠে গড়াবে। লিভারপুল-পিএসজি লড়াই ছাড়াও আরো কিছু আকর্ষণীয় ম্যাচ রয়েছে।
গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হার দেখে পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচের ৩১ মিনিটে দলের সেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহকে হারিয়ে বড় ধাক্কা খায় ইংলিশ জায়ান্টরা। সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে কাঁধে আঘাত পান মিশরি ফরোয়ার্ড। সালাহর অনুপস্থিতিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা উৎসব করে রিয়াল। রিয়ালের কাছে হেরেই শেষ ষোলো রাউন্ড থেকে বিদায় নেয় পিএসজি। এবার ঘরোয়া প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ জিতে দারুণ ছন্দে লিভারপুল ও পিএসজি। ইউরোপ জয় করার অধরা স্বপ্ন পূরণের নতুন মিশনে নামছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজিকে চ্যালেঞ্জ মেনেই পরিকল্পনা সাজিয়েছেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেন, ‘আমরা বিশ্বের দুইটি বড় প্রতিযোগিতা প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লীগে প্রতিদ্বন্দ্বিতা করি। কিন্তু এখানে একটি সেকেন্ডও সহজ নয়। আমরা পিএসজিকে বোঝার চেষ্টা করবো। সেই লক্ষ্যে প্রস্তুত হচ্ছি। মানুষ বলে আমাদের এ বছর জেতা উচিত কারণ গতবার আমরা ফাইনাল খেলেছি।’ লিভারপুলকে এবারের আসরের অন্যতম ফেভারিট মানছেন পিএসজির নতুন কোচ টমাস টুকেল। অ্যানফিল্ডে নামার আগে ক্লপের স্বদেশী এই জার্মান কোচ বলেন, ‘প্রতিযোগিতায় অনেক ফেভারিট দল রয়েছে। লিভারপুল তার মধ্যে অন্যতম। জয় দলে মোমেন্টাম যোগ করে। আমরা এদিকেই মনোযোগ দিতে চাই এবং কোনো ভুল করা চলবে না।’ চোখের ইনজুরির কারণে লিভারপুলের ব্রাজিলিয়ান উইঙ্গার রবার্তো ফিরমিনোর খেলা নিয়ে রয়েছে সংশয়। সেঁত এতিয়েনের বিপক্ষে ৪-০ গোলে জেতা লীগ ওয়ান ম্যাচে বিশ্রামে থাকার পর ফিরছেন পিএসজি তারকা নেইমার ও এমবাপ্পে। প্রতিযোগিতামূলক আসরে অতীতে মাত্র দুইবার মুখোমুখি হওয়ার স্মৃতি রয়েছে পিএসজি ও লিভারপুলের। ১৯৯৭ ইউয়েফা কাপ উইনার্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জয় কুড়ায় অল রেডরা। ফিরতি লেগে ৩-০ গোলের জয়োল্লাসে মাতে পিএসজি। কিন্তু ফাইনালে বার্সেলোনার কাছে হার দেখে তারা।
মেসির বার্সার শিরোপা মিশন
আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের বার্সেলোনার নতুন অধিনায়ক লিওনেল মেসি। আর নতুন মৌসুমে খেলোয়াড়দের পরিচিতি পর্বে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের লক্ষ্যের কথা জানান আর্জেন্টাইন সুপারস্টার। মেসির বার্সার সেই মিশন শুরু হচ্ছে ডাচ ক্লাব পিএসভি আইনদোভেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। নু ক্যাম্পে আজ রাত ১০টা ৫৫ মিনিটে খেলা শুরু হবে। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতে কাতালানরা। গতবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমার বিপক্ষে ৪-১ গোলে জিতেও হতাশ হয় কোচ আরনেস্তো ভালভার্দের দল। ইতালিতে ফিরতি পর্বে বার্সার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ঘুরে দাঁড়ানোর নজির গড়ে রোমা। আর্থার মেলো, ম্যালকম, আর্তুরো ভিদালদের আগমনে এবার নতুন বার্সাকে দেখা যাবে। স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লীগে পা রাখতে যাচ্ছেন ফিলিপ্পে কুটিনহো। প্রতিযোগিতায় এক মৌসুমে দুই ক্লাবে খেলার সুযোগ না থাকায় গতবার তা হয়নি। জানুয়ারিতে লিভারপুল ছেড়ে বার্সায় নাম লেখান ব্রাজিলিয়ান উইঙ্গার। মুখোমুখি লড়াইয়ে ছয়বারের দেখায় দুই ম্যাচে বার্সা ও একটিতে জয় পায় পিএসভি। তিন ম্যাচ ড্রয়ে শেষ হয়। ১৯৯৭-৯৮ চ্যাম্পিয়ন্স লীগ মৌসুমে শেষবার মুখোমুখি হয় দুইদল। গ্রুপ পর্বের দুই ম্যাচই ২-২ গোলের ড্রয়ে শেষ হয়।
ইন্টারের প্রত্যাবর্তনে টটেনহ্যামের পরীক্ষা
বার্সেলোনা ও পিএসভির সঙ্গে ‘বি’ গ্রুপে ইন্টার মিলান ও টটেনহ্যাম। ৬ মৌসুম পর এবার চ্যাম্পিয়ন্স লীগের টিকিট কাটে ইন্টার। প্রত্যাবর্তনের ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহ্যাম চ্যালেঞ্জে ইতালিয়ান জায়ান্টরা। সান সিরো স্টেডিয়ামে স্পারদের জন্যও বড় পরীক্ষা অপেক্ষা করছে। খেলা শুরু হবে রাত ১০টা ৫৫ মিনিটে। চারবারের সাক্ষাতে ইন্টার ও টটেনহ্যাম দুইদলই দুই ম্যাচ করে জয় কুড়ায়। ২০১০-১১ গ্রুপ পর্বে নিজ মাঠে টটেনহ্যামকে ৪-১ গোলে হারানোর পর লন্ডনে ৩-১ গোলে হার দেখে ইন্টার। আর ২০১২-১৩ মৌসুমের শেষ ষোলো রাউন্ডের রোমাঞ্চে নিজ মাঠে ৩-০ গোলে জয়ের পর ফিরতি লেগে ৪-১ ব্যবধানে হেরেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে ওঠে স্পাররা।
চ্যাম্পিয়ন্স লীগের সূচি
বার্সেলোনা-পিএসভি রাত ১০:৫৫
ইন্টার-টটেনহ্যাম রাত ১০:৫৫
ক্লাব ব্রুজ-বরুশিয়া ডর্টমুন্ড রাত ১টা
মোনাকো-অ্যাটলেটিকো মাদ্রিদ রাত ১টা
লিভারপুল-পিএসজি রাত ১টা
রেড স্টার বেলগ্রেড-নাপোলি রাত ১টা
গালাতাসারাই-লোকোমোতিভ মস্কো রাত ১টা
শালকে-পোর্তো রাত ১টা
* প্রথমে স্বাগতিক
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর