× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

আজই দেশে ফিরছেন তামিম

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

এক হাতে ব্যাট করে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয়া তামিম ইকবালকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে আর দেখা যাবে না। হাতে বল লেগে চিড় ধরেছে ডান হাতের তর্জনীতে। চিকিৎসক ও বিসিবি সূত্রে জানা গেছে তার মাঠে ফিরতে ৬ সপ্তাহের মতো সময় লাগতে পারে। তাই আজই দেশে ফিরে আসবেন দেশ সেরা এ ওপেনার। তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, ‘হ্যাঁ, আজ সকালেই দেশে ফিরে আসবে তামিম। তারপরই তার ইনজুরি নিয়ে সিদ্ধান্ত নিবেন চিকিৎসকরা।’ হঠাৎ এমন ইনজুরিতে তামিমের শুধু এশিয়া কাপই শেষ হয়নি আসন্ন সিরিজগুলোতে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। বিশেষ করে আগামী মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।
সফরে তারা তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে। কিন্তু যতটা জানা গেছে আঙুল নিয়ে তার সেই সিরিজে খেলা অনেকটাই অসম্ভব। এমনকি নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরি নিয়ে দলের প্রয়োজনে মাঠে নেমেছিলেন। তার মাঠে নামার সময় দল ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করেছিল। যদি তামিম খেলতে না পারতেন তাহলে সেখানেই শেষ হতো টাইগারদের ইনিংস। কিন্তু সেটি হতে দেননি। তামিম মাঠে নামার পরই বিধ্বংসী ইনিংস খেলেন মুশফিকুর রহীম। ৩২ রান যোগ করেন মাত্র ৩ ওভারেই। সেই সুবাদে দলের স্কোর বোর্ডে জমা হয়েছিল ২৬১ রানের লড়াকু পুঁজি। সেই ভিতে দাঁড়িয়ে দলকে ১৩৭ রানের বড় জয় এনে দেন বোলাররা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর