× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

গিনেস রেকর্ড বুকে মেসির দাপট

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

২০১৮-১৯ স্প্যানিশ লা লিগা মৌসুমে নবায়নকৃত গিনেস বুক অব রেকর্ডসের বিভিন্ন ক্যাটাগরিতে লিওনেল মেসির জয়জয়কার। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে কয়েকটি রেকর্ডে শোভা পাচ্ছে অচেনা মুখও। ৩৮৭ গোল, ৩১৭ জয় ও টানা ৪৫ ম্যাচ অপরাজিত থাকা এই তিনটি কীর্তি ছাড়াও মেসির নামের পাশে রয়েছে আরো কিছু অর্জন। এ তালিকায় তিনটি গোলস্কোরিং রেকর্ড চোখে পড়ার মতো। ম্যাচের প্রথম গোল (৮৫) গোল করার ক্ষেত্রে সবার উপরে বার্সেলোনার ‘নাম্বার টেন’। ম্যাচ জেতানো সবচেয়ে বেশি গোলও (২৭) মেসির। আর বদলি হিসেবে নেমে সর্বাধিক ২১ গোলের মালিক আর্জেন্টাইন সুপারস্টার। কিছু রেকর্ডে মেসিকে ছাড়িয়ে গেছেন তার সতীর্থরা।
দলের হয়ে টানা ২৫টি লীগ ম্যাচ জেতেন বার্সার স্প্যানিয়ার্ড মিডফিল্ডার সার্জিও বুসকেটস। দ্বিতীয় স্থানেও নেই মেসি। মাঠে নেমে দ্বিতীয় সর্বোচ্চ টানা ১৮ ম্যাচে জয় দেখেন ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৪৮৭ ম্যাচ খেলেছেন রিয়াল বেটিসের স্প্যানিয়ার্ড উইঙ্গার হোয়াকুইন সানচেজ রদ্রিগেজ। বর্তমানে এক ক্লাবে টানা সবচেয়ে বেশি সময় কোচ থাকার রেকর্ড দিয়েগো সিমিওনের দখলে। টানা ৮ মৌসুম ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের ডাগআউট সামলাচ্ছেন এই আর্জেন্টাইন। হুয়েস্কার ৩৮ বছর ৪০ দিন বয়সী অধিনায়ক স্প্যানিয়ার্ড মিডফিল্ডার হুয়ানজো কামাচো সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। ১৮ বছর ৫ মাস বয়সে ভ্যালেন্সিয়া একাদশে সুযোগ পেয়ে লা লিগার সবচেয়ে কনিষ্ঠতম খেলোয়াড় স্পেনের ফারান তোরেস। প্রতিযোগিতায় বর্তমানে সবচেয়ে খাটো খেলোয়াড় এসপানিওলের আর্জেন্টাইন উইঙ্গার পাবলো ড্যানিয়েল পিয়াত্তি। তার উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। আর সবচেয়ে লম্বা খেলোয়াড় চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া বেলজিয়ান গোলরক্ষক থিবো কুরতুয়া (১.৯৯ মিটার বা ৬ ফুট ৬ ইঞ্চি)। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে পেনাল্টি থেকে কমপক্ষে ১০টি গোল করা একমাত্র খেলোয়াড় জিরোনার উরুগুইয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্টুয়ানি। ১২ গজ দূর থেকে কবে শট মিস করেছেন তা হয়তো নিজেও জানেন না তিনি। ১১ স্পট কিক থেকে ১১ বারই নিশানা ভেদ করেন স্টুয়ানি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর