× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বড় সুযোগ’ দেখছেন আশরাফুল

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

গেল মাসেই উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রাণপণে লড়াই শুরু করেছেন মোহাম্মদ আশরাফুল। ফিরতেই হবে জাতীয় দলে। ঠিক সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ডেকেছে হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি)। কাল থেকে এইচপি দুই দল লাল ও সবুজে ভাগ হয়ে খেলবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এই চারদিনের ম্যাচের জন্যই নির্বাচকরা আশরাফুলকে ডেকেছেন লাল দলে। হঠাৎ করেই এমন ডাকে বেশ পুলকিত জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। গতকালই তিনি ম্যাচ খেলার জন্য পৌঁছেন খুলনায়।
সেখান থেকেই মুঠোফোনে দৈনিক মানবজমিনকে বলেন, ‘নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে আমার জন্য ম্যাচ খেলাই বিশেষ প্রয়োজন ছিল। কারণ আমি যত ম্যাচ খেলবো ততোই নিজেকে ফিরে পাবো। প্রস্তুত করতে পারবো সামনের জন্য। এছাড়াও সামনেই আমাকে বাংলাদেশ ক্রিকেট লীগেও (বিসিএল) দেখা যাবে। সেখানেও চারদিনের ম্যাচ। তাই এইচপির সঙ্গে এই চারদিনের ম্যাচটি আমার জন্য নিজেকে প্রস্তুত করার ‘বড় সুযোগ’ বলেই আমি মনে করছি। এখন চেষ্টা থাকবে সেই সুযোগ কাজে লাগানোর।’
গেল মাসের ১৩ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে আশরাফুলের। বিপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে তিনি ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তবে ২ বছর আগে তার ঘরোয়া ক্রিকেটে খেলার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে। এরপর তিনি মাঠে ফিরে লড়াই শুরু করেন নিজেকে
ফিরে পাওয়ার। শুরুটা ভালো না হলেও গেল বছর ঢাকা প্রিমিয়ার লীগে মওসুমে রেকর্ড ৫ সেঞ্চুরি করে ফের আলোচনায় আসেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা ওঠার পর নতুন করে আরেক প্রশ্ন আসে তার। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার ফিরতে পারবেন তো জাতীয় দলে? কারণ তার কি সেই ফিটনেস আছে জাতীয় দলে ফেরার! এমন কিছু যে আসবে তা ভালো করেই জানতেন দেশের এক সময়ের সেরা ব্যাটসম্যান। দ্রুত চলে যান ইংল্যান্ডে। সেখানে নিজেকে ফিট করতে শুরু করেন ট্রেনিং। ভাত খাওয়া রীতিমতো ছেড়েই দেন। এতে কাজও হয়েছে। জাতীয় লীগে খেলার আগে বিসিবির ফিটনেস পরীক্ষায় ১১.৪ পয়েন্ট তুলে সেই প্রশ্নের জবাব দেন তিনি।
অন্যদিকে এবার আশরাফুলের লক্ষ্য ২০১৯ এ ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলা। এজন্য তাকে পাড়ি দিতে হবে এখনো অনেকটা পথ। সেই লক্ষ্য পূরণে নিজের চেষ্টা নিয়ে তিনি বলেন, ‘শেষ তিন মাস যেভাবে ট্রেনিং করেছি, ফিটনেস লেভেল আন্তর্জাতিক পর্যায়ে চলে এসেছে। এখন কেবল পারফর্ম করে প্রমাণ করতে হবে আমি তৈরি আছি। যত লম্বা সময় ব্যাটিং করতে পারি সেটিই লক্ষ্য থাকবে। একটা ভালো ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে সামনে এগিয়ে যাওয়ার।’ বিসিবি লাল ও বিসিবি সবুজ দলের ব্যানারে এইচপি দলের হয়ে আশরাফুল ছাড়াও চারদিনের ম্যাচটিতে খেলবেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, সানজামুল ইসলাম, সাইফ হাসান, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, সাদমান ইসলামের মতো ক্রিকেটার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর