× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজনগরের যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির মৃত্যু

বাংলারজমিন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

রাজনগর উপজেলার মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আনিছ মিয়া (৮৫) পলাতক অবস্থায়  মারা গেছেন। গতকাল ভোরে সিলেটের একটি অজ্ঞাত স্থানে তার মৃত্যু হলেও পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখে। পরে দুপুর দেড়টার দিকে মরদেহ গ্রামের বাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগে আনা হলে তা জানাজানি হয়। দুপুর ৩টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত ১৭ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি শাহিনুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ রাজনগর উপজেলার আনিছ মিয়া, পাঁচগাঁও গ্রামের সাবেক মুসলিম লীগ নেতা আকমল আলী তালুকদার, পেটুগাঁও গ্রামের আবদুন নূর তালুকদার লাল ও কানিকিয়ারি গ্রামের মোছাব্বির মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, গুম, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত। এদের মধ্যে আকমল আলী তালুকদার জেলা হাজতে এবং আবদুন নূর তালুকদার লাল ও মোছাব্বির মিয়া এখনো পলাতক রয়েছেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, আমরা খবর পেয়েছি।
পরিবারের লোকজন গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর