× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

এমন বিদায় সত্যিই বেদনার: ম্যাথিউস

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হার। পরদিন বিশ্রাম। একদিনের বিরতির পর আবার হার। এশিয়ার নতুন পরাশক্তি আফগানিস্তানের কাছে হেরে এবারের এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর গ্রুপ পর্বের বাধা ঢিঙিয়ে বাংলাদেশকে সঙ্গী করে সুপার ফোরে উঠেছে আফগানিস্তান। দলের এমন পারফরম্যান্সে হতাশ, বিস্মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ভরাডুবির জন্য ব্যাটসম্যানদের দুষেছেন লঙ্কান অধিনায়ক। দুটি ম্যাচেই লক্ষ্য তাড়া করে হেরেছে শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচে বাংলাদেশ তাদেরকে হারায় ১৩৭ রানে। পরের ম্যাচে আফগানিস্তান জয় পায় ৯১ রানে। অথচ দুটি ম্যাচেই লক্ষ্য ছিল নাগালের মধ্যে। কিন্তু ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সে দুটিতেই হেরেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। শূন্য হাতে বিদায় নেয়ার পর ম্যাথিউস বলেন, পুরো দলের থেকে এমন পারফরম্যান্স পাওয়া সত্যিই বেদনাদায়ক। প্রথম ম্যাচেও আমরা ১৫০ রানের আগে অলআউট হয়েছি। এটা মেনে নেয়া যায় না। এমন জয়ের জন্য আফগানিস্তানকে অভিনন্দন। ওরা আমাদের উড়িয়ে দিয়েছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার কথা জানিয়ে ম্যাথিউস বলেন, আমরা শুরুতে উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু মিডল ওভারে আমরা আবার ব্যাকফুটে চলে যাই। বোলাররা ভালো করেছে। প্রথম ম্যাচের থেকে আজকের ম্যাচে ফিল্ডিংও ভালো হয়েছে। কিন্তু ব্যাটিং আমাদের ডুবিয়েছে। আমরা দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। ছেলেরা যেভাবে খেলেছে তা দেখে খুবই মর্মাহত। আমরা চাপ নিতে পারিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর