× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে আসামির পলায়ন

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

শায়েস্তাগঞ্জে পারাবত ট্রেন থেকে গাজীপুর (ঢাকা)’র কিশোর উন্নয়ন কেন্দ্রের আসামি আলম (১৮) পালিয়েছে। তাকে আটক করতে গিয়ে সঙ্গে থাকা গাজীপুর সশস্ত্র শাখার দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য মোফাজ্জল নং-১৪৫৩ ও সদস্য ইব্রাহীম নং-১২০৩ কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার বিকাল ছয়টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ মো. সাজিদুল হক বলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা আলম (১৮) মৌলভীবাজার মডেল থানার মামলা নং ৪, তাং ২/৮/২০১৮ এর ৩৯২ দণ্ডবিধিতে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক ছিল। এ মামলার হাজিরা দিতে দুই পুলিশ সদস্যের পাহারায় আলমকে (১৮) সিলেট কোর্টে নেয়া হয়। হাজিরা শেষে ঢাকাগামী পারাবত ট্রেনে ফেরার পথে শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে সে পালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর