× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দোহারে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা

বাংলারজমিন

দোহার (ঢাকা) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

দোহার উপজেলার রাইপাড়া এলাকায় গতকাল বিকেলে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। রাইপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। দোহার পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে। মাদকের ভয়াল থাবা থেকে এই যুব সমাজকে বাঁচাতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। এ জন্য পারিবারিক সচেতনতা সবচাইতে বেশি প্রয়োজন। তিনি বলেন, মাদকের মতো বাল্যবিবাহ আমাদের সমাজের মারাত্মক একটি ব্যাধি। এই ব্যাধিতে যাতে কোন শিক্ষার্থীর জীবন জড়িয়ে না যায় আমাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।
আপনারা যদি বাল্য বিবাহ সম্পর্কে জেনেও কিছু না করতে পারেন তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে আমাকেও জানাবেন। তাহলেই দেখবেন আস্তে আস্তে বাল্যবিবাহ অনেকটা বন্ধ হয়ে যাবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মুজিবুর রহমান, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, সাবেক ছাত্র নেতা সুরুজ আলম সুরুজ, আওয়ামী লীগ নেতা রাহিম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাবীবুর রহমান হাবীব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবী হোসেন, আওয়ামী লীগ নেতা রমজান মল্লিকসহ আরো অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর